TRENDING:

যানজট অতীত! শহরে তৈরি হচ্ছে আধুনিক বাস টার্মিনাস, যাত্রীদের জন্য থাকবে একগুচ্ছ সুবিধা

Last Updated:

টোটো, অটো, প্রাইভেট গাড়ি ও দূরপাল্লার বাসে ঠাসা রাস্তায় একবার বেরোলে সময়মতো গন্তব্যে পৌঁছনো যেন ভাগ্যের উপর নির্ভর করে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রোজ সকালেই যেন এক ‘যুদ্ধে’র ছবি। টোটো, অটো, প্রাইভেট গাড়ি ও দূরপাল্লার বাসে ঠাসা শহরের রাস্তায় একবার বেরোলে সময়মতো গন্তব্যে পৌঁছনো যেন ভাগ্যের উপর নির্ভর করে! শিলিগুড়ি শহর যেন ধীরে ধীরে ‘যানজট নগরী’র রূপ নিচ্ছে। তবে এবার সেই ছবি বদলাতে চলেছে। শহরের যানজট কমাতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। মাটিগাড়ার পরিবহণ নগরে তৈরি হতে চলেছে একটি অত্যাধুনিক বাস টার্মিনাস।
advertisement

এই প্রকল্পে অনুমোদন দিয়েছে রাজ্য পরিবহণ দফতর, অর্থ দফতর বরাদ্দ করেছে প্রায় ২.৫ কোটি টাকা। বুধবার শহরের মেয়র গৌতম দেব এবং এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগারের মধ্যে এক বৈঠকে এই উদ্যোগ চূড়ান্ত হয়।

আরও পড়ুনঃ হাতে কোদাল, নালা থেকে বর্জ্য তুলছেন পঞ্চায়েত প্রধান! জনগণের সুবিধার্থে নজিরবিহীন উদ্যোগ

advertisement

জানা যাচ্ছে, নতুন টার্মিনাসে একসঙ্গে দাঁড়াতে পারবে ৭০টি বাস। থাকবে আধুনিক টিকিট কাউন্টার। তৈরি হবে ফুড ব্লক ও যাত্রী সুবিধা কেন্দ্র। পাশাপাশি পরিবহণ নগরের ট্রাক টার্মিনাসেরও আধুনিকীকরণ হবে, যার জন্য বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ টাকা। সেখানে চালকদের জন্য বিশ্রামাগার ও শৌচালয় নির্মিত হবে।

শহরের কেন্দ্রস্থলে দার্জিলিং মোড়, জংশন চত্বর, হিলকার্ট রোডে রোজ গড়ে কয়েক ঘণ্টা যানজট লেগে থাকে। সেখানে এই নতুন বাস টার্মিনাস অনেকটা স্বস্তি এনে দিতে পারে। এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগার বলেন, ‘শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় ভুগছেন। মেয়র গৌতম দেবের প্রস্তাবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে’।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে এই টার্মিনাস প্রকল্প ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন শহরের মানুষ। যানজটমুক্ত, সচল, সংগঠিত এক শিলিগুড়ি দেখার স্বপ্নে বিভোর সকলে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
যানজট অতীত! শহরে তৈরি হচ্ছে আধুনিক বাস টার্মিনাস, যাত্রীদের জন্য থাকবে একগুচ্ছ সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল