TRENDING:

এই বছর রাখিতে শিলিগুড়ির বাজারে 'নতুন ট্রেন্ড'! লুটেপুটে নিচ্ছে বাচ্চা থেকে বুড়ো, চোখ ফেরানো দায়

Last Updated:

জয় শ্রীরাম লেখা রাখি শিলিগুড়ির বাজারে। উৎসবের নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন গ্রাহকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ রাখি পূর্ণিমা আসতে আর মাত্র কয়েকদিন বাকি। ভাই-বোনের সম্পর্কের এই চিরন্তন উৎসবকে ঘিরে উন্মাদনা চূড়ান্ত। তবে এ বছর শিলিগুড়ির রাখির বাজারে এক নতুন চমক, “জয় শ্রীরাম” লেখা রাখি ও রাম মন্দির থিমভিত্তিক ডিজাইনের রাখি ছেয়ে রয়েছে দোকানে দোকানে।
advertisement

শহরের হকার্স কর্নারে, ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় বাজারগুলোতে এখন সাড়া ফেলে দিয়েছে এই বিশেষ রাখির সম্ভার। বিক্রেতাদের দাবি, দিল্লি থেকে বিশেষভাবে আনা হয়েছে এই রাখিগুলো। এই রাখির চাহিদা আকাশছোঁয়া। রাম মন্দির উদ্বোধনের পরে এই প্রথম বছর এমন রাখির রমরমা দেখা গেল উত্তরবঙ্গের বাজারে।

আরও পড়ুনঃ ব্র্যান্ডেড শ্যাম্পু ভেবে কী মাখছেন রোজ রোজ? বিরাট প্রতারণা চক্রের পর্দাফাঁস, আপনার শ্যাম্পু নেই তো তালিকায়? গ্রেফতার ৯

advertisement

এক বিক্রেতা আজাদ হাশমি জানালেন, “এই রাখি আমরা পাইকারি দরে ১৪৪ টাকা ডজন কিনছি। খুচরোতে বিক্রি হচ্ছে আরও ২০-৩০ টাকা বেশি দামে। লোকজন খুশি। বিশেষ করে যারা ধর্মীয় আবেগের সঙ্গে উৎসবকে জড়িয়ে দেখেন।”

View More

শুধু ধর্মীয় রাখি নয়, কার্টুন চরিত্রযুক্ত রাখিও দারুণ জনপ্রিয় ছোটদের মধ্যে। ছোটা ভীম, এলসা, ডোরেমন কিংবা স্পাইডারম্যান – সবার জন্য কিছু না কিছু আছে এই বর্ণময় বাজারে। পাশাপাশি রয়েছে পুঁতি, রুদ্রাক্ষ, থিম, থালি ও উপহার সামগ্রী।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাজারে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। কেউ কিনছেন ভাইয়ের জন্য। কেউ আবার কিনছেন নেপালে দোকানে বিক্রি করার জন্য। যেমন, ক্রেতা বিভাস চন্দ্র জানালেন, “আমি নেপাল থেকে এসেছি রাখি কিনতে। কালেকশন দুর্দান্ত। দাম একটু বেশি হলেও চলে, উৎসব তো বছরে একবারই আসে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শহরের বাজারে এখন শুধুই কেনাবেচা নয়, উৎসবের আবেগ, ঐতিহ্য আর নতুন ধারার প্রতিফলন। রাখির রঙে এবার জড়িয়ে আছে ধর্মীয় চেতনার নতুন মাত্রা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এই বছর রাখিতে শিলিগুড়ির বাজারে 'নতুন ট্রেন্ড'! লুটেপুটে নিচ্ছে বাচ্চা থেকে বুড়ো, চোখ ফেরানো দায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল