ব্র্যান্ডেড শ্যাম্পু ভেবে কী মাখছেন রোজ রোজ? বিরাট প্রতারণা চক্রের পর্দাফাঁস, আপনার শ্যাম্পু নেই তো তালিকায়? গ্রেফতার ৯

Last Updated:

Fake Cosmetics Racket: এটি লোকাল চক্র নয়, বরং একটি বৃহৎ আন্তঃরাজ্য প্রতারণা নেটওয়ার্ক, যার শিকড় ছড়ানো রয়েছে উত্তরবঙ্গজুড়ে। এই ভুয়ো পণ্য শুধু শিলিগুড়ি শহরেই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন বাজারেও ছড়িয়ে পড়েছিল বলে জানতে পেরেছে পুলিশ।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
শিলিগুড়ি: বাড়ির বাইরে সুন্দর মোড়কে বোতল ভর্তি ‘নামী’ ব্র্যান্ডের শ্যাম্পু। ভেতরে? নিছক প্রতারণা। শহরের প্রাণকেন্দ্রে, লোকচক্ষুর আড়ালে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের খুরেশি মহল্লাতে গড়ে উঠেছিল একটি ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানা। শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সেই কারখানায় হানা দিয়ে চমকে ওঠেন পুলিশ আধিকারিকরা।
শিলিগুড়ি থানার অভিযানে ধরা পড়েছে নয় অভিযুক্ত, যাদের অধিকাংশই বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা কয়েক মাস আগে পাটনা থেকে শিলিগুড়ি এসে ভাড়া নেয় একটি বাড়ি, এবং সেখানেই গড়ে তোলে তাদের কারখানা, যেখানে তৈরি হতো নামিদামি কোম্পানির নকল শ্যাম্পু। পুলিশ সূত্রে খবর, ভেতরে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণ ভুয়ো শ্যাম্পু, প্যাকেজিং মেশিন, নামী কোম্পানির বোতল ও ছাপা নকল লেবেল। বোঝাই যাচ্ছে, শুধু কারখানা নয়, এর পিছনে ছিল একটি রীতিমতো সুসংগঠিত কৌশল। চক্রের নেপথ্যে ছিলেন এক ব্যক্তি, জাহাঙ্গীর খান, উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা।
advertisement
আরও পড়ুনঃ আটা-ময়দায় মেশান শুধু ‘এক’ চিমটি! তুলোর মতো নরম, সুস্বাদু হবে প্রতিটি রুটি! গৃহিণীদের জন্য মোক্ষম টিপস
পুলিশের অনুমান, এটি শুধু একটি লোকাল চক্র নয়, বরং একটি বৃহৎ আন্তঃরাজ্য প্রতারণা নেটওয়ার্ক, যার শিকড় ছড়ানো রয়েছে উত্তরবঙ্গজুড়ে। এই ভুয়ো পণ্য শুধু শিলিগুড়ি শহরেই নয়, উত্তরবঙ্গের বিভিন্ন বাজারেও ছড়িয়ে পড়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। সাধারণ মানুষ কীভাবে না জেনে এই নকল পণ্য ব্যবহার করে এসেছেন, তা ভাবিয়ে তুলছে প্রশাসনকেও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইচ্ছে করে ছেলের বউয়ের পার্সেল খুলতেন রোজ! জব্দ করতে এমন জিনিস অর্ডার দিলেন পুত্রবধূ, দেখা মাত্রই অজ্ঞান শাশুড়ি! নেটিজেনরা বলছে ‘পারফেক্ট রিভেঞ্জ’
পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে। চক্রটি কতদিন ধরে সক্রিয়, কোথা থেকে কাঁচামাল আসত, সঙ্গে আর কারা যুক্ত, তা খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ভুয়ো প্রসাধন পণ্য যে জনস্বাস্থ্যের জন্যও বিপজ্জনক হতে পারে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই অভিযান।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ব্র্যান্ডেড শ্যাম্পু ভেবে কী মাখছেন রোজ রোজ? বিরাট প্রতারণা চক্রের পর্দাফাঁস, আপনার শ্যাম্পু নেই তো তালিকায়? গ্রেফতার ৯
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement