এবার সুস্বাদু চা পৌঁছে যাবে আপনার পেয়ালায়। চা উৎপাদন ভাল হলে অর্থ উপার্জনও ভাল হবে চা শ্রমিকদের। এই খুশিকে উদযাপন করতেই চা শ্রমিকদের মিষ্টিমুখ করাতে ব্যস্ত চা বাগান কর্তৃপক্ষ। আজ চা বাগান সংলগ্ন এলাকায় যেন এক অন্যান্য উৎসবের আমেজ। গত কালের পর বুধবার সকালেও জলপাইগুড়ি শহর থেকে ডুয়ার্স সাক্ষী থেকেছে হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির।
advertisement
আরও পড়ুন:দুর্ঘটনায় হারিয়েছেন পা, ১ টাকায় ভাঁড়ভর্তি চা বেচেই জীবনসংগ্রামে এমবিএ পাশ অরুণাভ
চৈত্রের বর্ষণে অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। দেরিতে হলেও বৃষ্টির জল পেয়ে উত্তরের অন্যতম আর্থিক মেরুদন্ড দুটি পাতা একটি কুঁড়ির দেশে ফিরেছে কাজের ব্যস্ততা। এবার ফার্স্ট ফ্ল্যাশ চা এর উৎপাদনের পর এ ক’দিন তেমনভাবে বৃষ্টির প্রভাব না থাকায় চায়ের স্বাদে একটু ভাটা পড়েছিল। কিন্তু পাঁচ থেকে ছ’ মাস পরে বৃষ্টি হওয়ার কারণে সেকেন্ড ফ্ল্যাশ চা ভাল হবে এমনটাই আশা করছে চা বাগান কর্তৃপক্ষ। শুধু তাই নয়, জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে দেখা গেল খুশির আমেজ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুরজিৎ দে