ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের কাটিহার থেকে মালদহ টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া- কাটিহার ট্রেনের জেনারেল কামরা থেকে এক মাদক কারবারীকে গ্রেফতার করে মালদহ টাউন স্টেশন জিআরপি।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ কেজি ৯৮ গ্রাম ব্রাউন সুগার। চোরা বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে মালদহ টাউন স্টেশন জিআরপির সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় ডাউন কাটিহার – হাওড়া এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়।
advertisement
আরও পড়ুন- মালদহ থেকে ‘বড়’ ঘোষণা মমতার! জানুয়ারির এই বিশেষ দিনটি…. মুখ্যমন্ত্রী বললেন!
এক যাত্রীর কাছে খাবারের টিফিন বক্স প্লাস্টিকের মোড়ানো ছিল। পুলিশ সেই টিফিন বক্সেই তল্লাশি চলায়। ছোট ছোট প্যাকেট করে সেখানেই ব্রাউনসুগার মজুত রেখেছিল। এরপরই জিআরপির কর্তব্যরত অফিসারেরা ওই মাদক কারবারীকে গ্রেফতার করে।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইসমাইল শেখ (৩৯)। বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনীচক এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কাটিহারের মাদক কারবারীদের একটি র্যাকেটের কাছ থেকে মনিপুরের এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল অভিযুক্ত।
একটি খাওয়ারের টিফিন কৌটায় পর পর চারটি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুত করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশি তল্লাশিতে ব্রাউন সুগার সমেত অভিযুক্ত গ্রেফতার হয়েছে।
আরও পড়ুন- মালদহ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, ইংরেজবাজারে জেলা প্রশাসনের সঙ্গে সভা করবেন
মালদহ টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় বলেন, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক পাচারকারীকছ গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।অভিযুক্তকে মালদহ জেলা আদালতের পেশ করা হবে।
হরষিত সিংহ