TRENDING:

Pumpkin Farming: প্রক্রিয়াকরণ করে তৈরি হচ্ছে শস, লাভের আশায় মিষ্টি কুমড়ো চাষ কৃষকদের

Last Updated:

Pumpkin Farming: গ্রামের বেশিরভাগ কৃষকই কুমড়ো চাষে মজেছেন। সবুজ লতার ভেতর থেকে উঁকি দিচ্ছে পেল্লাই সাইজের মিষ্টি কুমড়ো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: মিষ্টি কুমড়ো চাষ করে স্বাবলম্বী হয়ে ওঠার স্বপ্নে বিভোর চাষিরা। তাই ধানের বদলে দিন দিন বেড়েই চলেছে মিষ্টি কুমড়োর চাষ। কারণ মিষ্টি কুমড়ো থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হচ্ছে শস।
advertisement

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠে এখন শুধুই হলুদ সবুজের সমারোহ। গ্রামের বেশিরভাগ কৃষকই কুমড়ো চাষে মজেছেন। সবুজ লতার ভেতর থেকে উঁকি দিচ্ছে পেল্লাই সাইজের মিষ্টি কুমড়ো। প্রতিবছরই ফল ওঠার সময় দূর দূরান্ত থেকে বহু মহাজন সহ পাইকাররা এসে তাঁদের কুমড়ো মাঠ বা বাড়ি থেকে কিনে নিয়ে যান সস সহ অন্যান্য জিনিস তৈরি করার জন্য। এতে লাভের পরিমাণ থেকে অনেকটাই বেশি থাকে।

advertisement

আর‌ও পড়ুন: ডুয়ার্সের জঙ্গল দর্শনে ফরাসি রাষ্ট্রদূত, পরিদর্শন শেষে সন্তোষ না অসন্তোষ জানালেন?

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু, বোয়ালদাড় এবং বোল্লা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় মিষ্টি কুমড়োর চাষ হয়। পলিমাটি হওয়ায় এই এলাকায় মরসুমি মিষ্টি কুমড়া চাষ ব্যাপক হারে হয়। প্রত্যেক বছর কয়েক হাজার কৃষক এই মিষ্টি কুমড়ো চাষ করেন। এবারও বালুরঘাট ব্লকে প্রায় ১৩০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ো চাষ করেছেন কৃষকরা। মিষ্টি কুমড়া চাষ করতে বিঘা প্রতি প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। ভাল মত ফসল হলে এক বিঘা জমিতে প্রায় ৫০ থেকে ৬০ কুইন্টাল মিষ্টি কুমড়ো হয়। আর বাজারে ঠিকমত দাম থাকলে বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা লাভ হয়। হিসেবটা দেখে বুঝতেই পারছেন কেন এখানকার কৃষকরা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকেছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Pumpkin Farming: প্রক্রিয়াকরণ করে তৈরি হচ্ছে শস, লাভের আশায় মিষ্টি কুমড়ো চাষ কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল