তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। কি করবেন ভেবে উঠতে পারছেন না।এবার পুজোয় নাকি কলকাতাবাসী দিল্লি, সিমলা আর দার্জিলিং ভ্রমণেই বেশি ঝুঁকেছে। বরাবর ভ্রমণ পিপাসু বাঙালি। তবে পুজোর পাঁচটা দিন কলকাতাবাসী এতদিন তেমন হয়তো ভ্রমণে যায়নি। পুজোর পাঁচদিন কলকাতার পুজো মন্ডপ গুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়। এবার ভারতীয় রেলের তথ্য একেবারেই উল্টো কথা বলছে। ১৯ অক্টোবর থেকেই কলকাতা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলির লম্বা ওয়েটিং লিস্ট। ২১ তারিখ পর্যন্ত কোন ট্রেনের টিকিট নেই।
advertisement
আরও পড়ুন: প্রস্তুতি শুরু, পুজোয় বড় টার্গেট তৃণমূলের! লক্ষ্য শুনলে চমকে উঠবেন
এমনিই কলকাতা থেকে দিল্লি ও কলকাতা থেকে দার্জিলিংগামী ট্রেনগুলিতে ওয়েটিং লিস্ট দুইশো ছাড়িয়েছে। যা নিয়ে রীতিমতো অবাক হচ্ছেন রেলের কর্তারা। পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, ট্রেনে এত ওয়েটিং লিস্ট মনে হচ্ছে সবাই কলকাতা ছেড়ে এবার বেড়াতে যাবে। তাহলে কি পুজোর সময় জনশূন্য হয়ে যাবে কলকাতা। পাহাড় থেকে রাজধানী রাজধানী বিভিন্ন ট্রেন গুলিতে ওয়েটিং-এর লম্বা লিস্ট।
আরও পড়ুন: ‘এই’ কারণেই প্রাণ বাঁচল বহু মানুষের, বিহার রেল দুর্ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য
রেল সূত্রে জানা গিয়েছে,শিয়ালদহ ও হাওড়া থেকে দুইটি রাজধানীর এক্সপ্রেস দিল্লি যায় প্রতিদিন। দুটি ট্রেনেই পুজোর ছুটিতে রেকর্ড ওয়েটিং লিস্ট। ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ওয়েটিং লিস্ট সব থেকে বেশি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রী সংখ্যা এতদিন কম হলেও পুজোর মরশুমে এই ট্রেনের সফর চাহিদা অবাক করেছে রেল কর্তাদের। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ১৯ অক্টোবর মোট ওয়েটিং ১৪৩।
২০ অক্টোবর মোট ওয়েটিং ২৩০। ২১ অক্টোবর মোট ওয়েটিং১৪৩। বন্দে ভারতে এত পরিমাণে ওয়েটিং লিস্ট অবাক করেছে রেল কর্তাদের। এছাড়াও দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস ট্রেনেও তিন দিনে লম্বা ওয়েটিং লিস্ট।তবে পূর্ব রেলের পক্ষ থেকে কলকাতার আশেপাশের বাসিন্দাদের জন্য পুজোয় ঘোরার জন্য বিশেষ লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন রূপে অতিরিক্ত লোকাল ট্রেন চলাচল করবে। জেলার মানুষকে কলকাতামুখী করার জন্য। তবে কলকাতার সাধারণ মানুষ এবার পুজোয় থাকছে না কলকাতায়! জনশূন্য হতে পারে কলকাতা পূর্ব রেলের আধিকারিকের মুখে এমনটাই শোনা যাচ্ছে।
হরষিত সিংহ





