সোমবার সকাল থেকে ভার্ণবাড়ি চা বাগানের শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে বাগানের কারখানা গেটের সামনে আন্দোলনে বসেন। শ্রমিকরা জানান,এবছর বোনাস বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভার্ণবাড়ি চা বাগানে ১৬% বোনাস দেওয়া হবে। কিন্তু মালিকপক্ষ থেকে জানানো হয়েছে এই ১৬% বোনাস দুই কিস্তিতে দেওয়া হবে। ১২% দূর্গা পুজোর আগে আর ৪% বোনাস ডিসেম্বর মাসে।
advertisement
এরপরেই অশান্তি চরমে ওঠে। শ্রমিকরা দুই কিস্তিতে বোনাস নিতে অনিচ্ছুক। তাদের দাবি ১৬% বোনাস দুর্গা পুজোর পূর্বে দিতে হবে। দুই কিস্তিতে বোনাস তারা নেবেনা। এই দাবিত শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলনের পথ বেছে নেন।
আরও পড়ুনঃ Virat Kohli: ফের সচিনের আরও এক রেকর্ড ভাঙলেন কোহলি! গড়লেন বিরাট নজির
প্রীতিশ চিক বড়াইক নামের এক শ্রমিক জানান,”পুজো বোনাসের মান রাখতে জানেনা মালিকপক্ষ। ডিসেম্বর মাসে কোনও দুর্গা পুজো হয় না। তখন বোনাস নিয়ে আমাদের হবে টা কি? আমরা এসব মানব না, পুরো বোনাস না দিলে কাজ বন্ধ থাকবে।”
Annanya Dey