TRENDING:

Siliguri News: এই ফুল চাষ করতে পারলেই মালামাল! বাড়ির ছাদেই ফুল ফোটানোর উপায় শিখে নিন 

Last Updated:

গ্রীন হাউজ বানিয়ে সেখানেই অর্কিড ফার্মিং এর কথা সাধারণত শোনা যায়। তবে খুবই সামান্য খরচায় এখন আপনি বাড়ির টবে সেই অর্কিড চাষ করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ফুলের রাজ্যে অর্কিড এক অনন্য ফুল। এর খ্যাতি বিশ্বজোড়া। আকর্ষণীয় রং, বিভিন্ন ধরনের গড়ন, ফুলদানিতে দীর্ঘ স্থায়িত্বকাল ও সুগন্ধ এসব মিলে অর্কিড এখন সবার ওপরে। যে কারণে পৃথিবীর সব জায়গাতেই এর সমাদর। গ্রীন হাউজ বানিয়ে সেখানেই অর্কিড ফার্মিংয়ের কথা সাধারণত শোনা যায়।
advertisement

তবে খুবই সামান্য খরচায় এখন আপনি বাড়ির টবে সেই অর্কিড চাষ করতে পারবেন। যে সকল অর্কিড আমাদের দেশের আবহাওয়ার জন্যে উপযুক্ত এবং আলো-ছায়া পরিবেশে বেড়ে উঠতে পারে এমন অর্কিড গাছ লাগানো যেতে পারে ঘরের বারান্দায় বা ছাদে।

আরও পড়ুন: হাসপাতালের বিছানায় সইফ, সারাদিন পর প্রথমবার মুখ খুললেন করিনা! বড় বার্তা দিলেন অভিনেত্রী

advertisement

অর্কিড সাধারনত দু ধরনের যথা এপিফাইটিক বা পরজীবি এবং টেরেস্ট্রিয়াল বা যেগুলো মাটিতে জন্মায়। তবে ঘরের বারান্দায় অর্কিড চাষের জন্য টেরেস্ট্রিয়াল অর্কিডই উপযুক্ত কারন এর চাষ বা পরিচর্যা করা সুবিধাজনক। নার্সারী থেকে গাছ কেনার আগে জেনে নিন সেই গাছ ঘরে চাষ করা যাবে কিনা।

কোন ধরণের অর্কিড গাছ লাগাবেন তা সম্পূর্নই আপনার পছন্দের উপর নির্ভর করে। তবে গাছ নির্বাচনের সময় মাথায় রাখতে হবে সেগুলোর যত্ন ও পরিচর্যা যেন আপনার জন্যে সহজ হয়। যে গাছে তাড়াতাড়ি ফুল ফোটে এবং যে সব অর্কিড ফুলের স্থায়িত্ব বেশিদিন সেগুলি নিতে পারেন। এই ক্ষেত্রে পরিচিত কারও সাহায্য নিতে পারেন যার নিজের অর্কিড বাগান আছে।

advertisement

আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না এই ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর

শিলিগুড়িতে দার্জিলিং জেলার বিজনবাড়ি থেকে এসেছেন সুভেক্ষা রাই বলে একজন নার্সারি মালিক। দীর্ঘদিন ধরেই তারা অর্কিড প্রতিপালন করে আসছেন। তাঁর কথায়, দিন দিন মানুষের কাছে অর্কিড ফুলের আকর্ষণ বাড়ছে। খরচ যতটা করা হয় তার থেকে দ্বিগুণ দিন গুণ দামে বিক্রি হয় এই অর্কিড।

advertisement

তিনি বলেন, ” আমরা এক একটি অর্কিড প্রায় দেড় হাজার টাকা থেকে শুরু করে তিন চার হাজার টাকা পর্যন্ত দামেও বিক্রি করে থাকি।” তার কথায়, আজকাল বাজারে অর্কিডের জন্য বিশেষ ভাবে তৈরি আলাদা টব পাওয়া যায়। খুব সহজেই এই অর্কিড আপনার বাড়িতেও লাগাতে পারবেন। খরচ একেবারেই সামান্য কিন্তু লাভ প্রচুর।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: এই ফুল চাষ করতে পারলেই মালামাল! বাড়ির ছাদেই ফুল ফোটানোর উপায় শিখে নিন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল