ধান কেনার বিষয়ে জেলা শাসক অবশ্য বলছেন, “কৃষকদের যে কোন অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রতিটি ধান ক্রয় কেন্দ্রে তিনজনের কমিটি তৈরি করে দেওয়া আছে। সমস্যা হলে কৃষকরা সরাসরি সেই কমিটিকে জানাতে পারেন। তারাই স্পট সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করবেন। এছাড়াও ময়েশ্চার বা ধানের আদ্রতা সংক্রান্ত কোন সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করবে এই থ্রি ম্যান কমিটি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রের খবর, চলতি আর্থিক বছরে প্রায় দেড় লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর থেকে বেশি যদি সম্ভব হয় তাও কেনা হবে। এখনও পর্যন্ত ২০ শতাংশ ধান কেনা হয়ে গেছে বলে জানিয়েছেন জেলা শাসক। স্থানীয় বিভিন্ন রাইস মিলার তার সঙ্গে বেনফেইড ও অন্যান্য সংস্থাগুলিও ধান কেনার কাজে নিয়োজিত রয়েছে।
আরও পড়ুন: বেঁচে যাবে ৪০০-৫০০ লোক, মিটবে সমস্যা! ১৫ লক্ষ টাকার কাজেই হাসি ফুটবে বালুরঘাটে
বিগত প্রায় ১০ দিন ধরে টানা শৈত্যপ্রবাহ এবং ঠান্ডা ওয়েদার থাকার কারণে ধান কেনার গতি একটু কমেছিল। কিন্তু ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত আবার নতুন করে ধান কেনার গতি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা শাসক।
সুস্মিতা গোস্বামী





