একটা সময় পুজোর দিনগুলিতে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠত প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ প্রিয় রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গাপুজো। গরীব দুঃস্থ থেকে সাধারণ মানুষ, ছোট বড় নেতা-নেত্রী থেকে ভিভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল সকলের প্রিয় ‘প্রিয়দা’র বাড়ির দুর্গাপুজো। কিন্তু এখন সব কিছুই স্মৃতি।
আরও পড়ুনঃ মণ্ডপে ঢুকলেই ফিরে পাবেন ছেলেবেলা, কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা, নদিয়ার এই পুজোয় বিরাট চমক
advertisement
২০১৭ সালের ২০ নভেম্বর দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হন প্রিয়বাবু। স্ত্রী দীপা দাশমুন্সি ছেলে মিছিলকে নিয়ে ইদানিং দিল্লিতেই থাকেন। স্বাভাবিক কারণেই পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে। প্রিয়রঞ্জন দাশগুপ্ত অসুস্থ হওয়ার পর কয়েক বছর ঘট পুজো হলেও পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়। তাই পুজো এলেই ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রী কলোনির বাসিন্দাদের মন। তবে প্রিয়র স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পুনরায় দুর্গাপুজো শুরু হোক চাইছেন পাড়ার বাসিন্দারা।
আরও পড়ুনঃ ১০ দিনেই হুহু করে ঝরবে বাড়তি মেদ! সহজ এই ৫ পানীয়ের জবাব নেই, জানুন কখন, কীভাবে খাবেন
প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ নভেম্বর দাশমুন্সির প্রয়াণের পর বন্ধ হয়ে যায় শ্রী কলোনির দুর্গাপুজো। যদিও পুজো চালুর ব্যাপারে জানতে প্রয়াত কংগ্রেস নেতার স্ত্রী দীপা দাশমুন্সিকে ফোন করা হলে তিনি এ ব্যাপারে কোনও উত্তর দেননি।
পিয়া গুপ্তা






