স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীরহাটের এক ব্যক্তি বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও ময়নাগুড়ির এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রণয়ের টানে ছয় মাস আগে ওই গৃহবধূ স্বামীর বাড়ি চলে আসেন। কিন্তু প্রথম স্ত্রী কিছুতেই তাঁকে মেনে নিতে রাজি না হওয়ায়, ওই দম্পতি শিলিগুড়িতে গিয়ে থাকতে শুরু করেন। সম্প্রতি তাঁর স্বামী উধাও হয়ে যান! এক সপ্তাহ ধরে নিখোঁজ। তারপরই দ্বিতীয় স্ত্রী হানা দেন প্রথম পক্ষের স্ত্রীর বাড়িতে। আর সেখানেই শুরু হয় চরম বাকবিতণ্ডা। পড়শিরা পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেয়ে যান।
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলের গল্পে জড়ানো গ্লেনারিজ, Hope Shop! বঙ্গবাসীর আবেগের ইতিহাস জানুন
আরও পড়ুনঃ চিকিৎসক বলেছিলেন ৩ সন্তান সঙ্গীতার গর্ভে, কিন্তু সিজারের সময় এ কী দেখলেন চিকিৎসক! বাগনানে বিরল কাণ্ড
চাঞ্চল্যের কেন্দ্রে থাকা দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি, ‘আমার আর কোনও উপায় নেই। আমি আগের স্বামীর কাছে ফিরতে পারব না। তাহলে অন্তত পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক, আমি সরে যাই। তিন লক্ষে কিছুই হবে না।’ যদিও ঘটনায় মুখ খোলেননি প্রথম স্ত্রী। তবে গুণধর স্বামীর মা জানান, “বাড়িতে অশান্তি হবে বুঝে তাদের অন্যত্র থাকতে বলেছিলাম। এখন এসে দাবি তুলছে স্বামী না হলে টাকা দিতে হবে!” ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালেও গ্রামে মোড়লদের নিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা চলছে। তবে এমন ঘটনায় অবাক গ্রামবাসী, ভালবাসা, প্রতারণা নাকি স্বামীর ‘বাজারদর’? গুঞ্জন ছড়াচ্ছে নানা দিক থেকে।
সুরজিৎ দে