TRENDING:

Cooch Behar News: রাষ্ট্রপতির সম্মান প্রাপ্তির পরও এত অবহেলা! এ কী হয়ে গেল বিখ্যাত স্কুলে? জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Cooch Behar News: সুনামের শিখর থেকে শুন্যতায়! রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কুল আজ পড়ুয়াশূন্য। কী পরিস্থিতি এখন এই বিদ্যালয়ের?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সুনামের শিখর থেকে শুন্যতায়! রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কুল আজ পড়ুয়াশূন্য। কি পরিস্থিতি এখন এই বিদ্যালয়ের? একটা সময় ছিল, যখন সকালবেলা তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা মুখর থাকত পড়ুয়াদের কোলাহলে। সাদা-নীল ইউনিফর্মে ভরে যেত ক্লাসরুম। আজ সেখানে নীরবতা।
advertisement

রাজ্যের অন্যতম প্রাচীন এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই প্রাথমিক বিদ্যালয় এখন পুরোপুরি পড়ুয়াশূন্য। তুফানগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই স্কুল ১৯৭১ সালের ৩ জানুয়ারি যাত্রা শুরু করেছিল। কখনও ছাত্রসংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৪০০। এখান থেকেই তৈরি হয়েছেন বহু চিকিৎসক, আইনজীবী, শিক্ষাবিদ। ১৯৯৫ সালের শিক্ষক দিবসে তৎকালীন প্রধান শিক্ষক ভানুপ্রকাশ দে রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করেছিলেন। আজ তিনি শয্যাশায়ী।

advertisement

আরও পড়ুন- তুলসীই ‘ধ্বংস’ করে দেবে সব! খবরদার…! ধারেকাছে রাখবেন না ‘এই’ গাছগুলি, এক ভুলেই কাঙাল, দারিদ্র কুরে কুরে খাবে

কষ্টের সঙ্গে বলেন, ‘সুস্থ থাকলে এই স্কুলটা বন্ধ হতে দিতাম না।’ গত বছর স্কুলে মাত্র দু’জন পড়ুয়া ছিল। এ বছর এপ্রিলের পর সেই সংখ্যাও নেমে আসে একজনে। পরবর্তীতে সেই ছাত্রটিও অন্য স্কুলে ভর্তি হয়। এখন শিক্ষক আছেন মাত্র একজন।পরিকাঠামোর অভাব নেই—মনীষীদের ছবি, শিক্ষামূলক বাণী, সুপরিসর শ্রেণিকক্ষ—সবই আছে। তবুও নেই পড়ুয়া।

advertisement

আরও পড়ুন-কফিনে শেষ পেরেক পুঁতেছিলেন ‘ইনি’, তারপরই ভাঙন…! অভিষেক-করিশ্মার বিচ্ছেদের আসল ‘খলনায়ক’ কে? পরিচয় জানলে ঘৃণা হবে

প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা জানিয়েছেন, ‘নতুন শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। স্কুলটিকে আবার আগের অবস্থায় ফেরাতে চাই আমরা।’ কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ—একটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্কুল যদি এই পরিণতি দেখে, তবে রাজ্যের অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কী।

advertisement

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: রাষ্ট্রপতির সম্মান প্রাপ্তির পরও এত অবহেলা! এ কী হয়ে গেল বিখ্যাত স্কুলে? জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল