TRENDING:

Rash Mela: ঐতিহ্যের রাসমেলা শুরুর অপেক্ষায় গোটা কোচবিহার

Last Updated:

মদনমোহন বাড়ির মৃৎশিল্পী প্রভাত চিত্রকর জানান, কোচবিহারের মদনমোহন বাড়ির এই রাসমেলার প্রধান আকর্ষণ হল রাসচক্র এবং পুতনা রাক্ষসী। এই পুতনা রাক্ষসীর মূর্তিটি তৈরি করতে সপ্তাহ দুয়েক সময় লাগে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: গোটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী মেলা হল কোচবিহারের রাসমেলা। রাজ আমলের এই অতি প্রাচীন মেলায় শুধুমাত্র কোচবিহারবাসী নয়, এখানে ভিড় করেন বাইরের প্রচুর পর্যটক‌ও। রাজ আমলে শুরু হ‌ওয়া এই ঐতিহ্যবাহী মেলার মূল আকর্ষণ রাস চক্র, পুতনা রাক্ষসী এবং মহাভারতের বিভিন্ন চরিত্রের মূর্তি। মদনমোহন বাড়ি চত্বরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাস মেলার প্রস্তুতি পর্বের কাজ। দ্রুত গতিতে চলছে এই কাজ। রাস মেলা উপলক্ষে সেজে উঠছে গোটা মদন বাড়ি চত্বর। মদন বাড়ি চত্বরে আগাছা ও জঙ্গল সাফাই থেকে শুরু করে প্যান্ডেল তৈরির কাজ চলছে। প্রতিবছরের মতো এই বছরও রাসমেলা উপলক্ষে মদনমোহন বাড়িতে বসতে চলেছে যাত্রাপালার আসর।
advertisement

আরও পড়ুন: নির্দিষ্ট নিয়মে বাঁধাকপির এই বিশেষ প্রজাতি চাষ করলে বাম্পার ফলন নিশ্চিত!

মদনমোহন বাড়ির মৃৎশিল্পী প্রভাত চিত্রকর জানান, কোচবিহারের মদনমোহন বাড়ির এই রাসমেলার প্রধান আকর্ষণ হল রাসচক্র এবং পুতনা রাক্ষসী। এই পুতনা রাক্ষসীর মূর্তিটি তৈরি করতে সপ্তাহ দুয়েক সময় লাগে। এটি বানানো হয় খড় ও মাটি দিয়ে। মূর্তিটি লম্বায় হয় প্রায় ১৫ ফুট উচ্চতা সম্পন্ন হয়। সেই লক্ষ্যে মদনমোহন বাড়ি চত্বরে প্রস্তুতি পর্বের কাজ চলছে দ্রুত গতিতে। জঙ্গল সাফাই থেকে শুরু করে বিভিন্ন প্যান্ডেল তৈরির কাজ করা হচ্ছে মদনমোহন বাড়িতে। এছাড়াও রাজচক্রের নির্মাতারা রাসচক্রের কাজ করছেন দ্রুত গতিতে। প্রতি বছরের মত এ বছরও বেশ আকর্ষণীয় হতে চলেছে কোচবিহার জেলার ঐতিহ্যবাহী এই রাসমেলা।

advertisement

রাস চক্রের কারিগর অরুণ কান্তি রায় জানান, রাস চক্র মেলার অন্যতম প্রধান আকর্ষণ। এর কাজ তৈরি শুরু হয় কালীপুজোর পর থেকে। সময় লাগে বেশ অনেকটাই। এই রাসচক্র ঘোরালে পুণ্যলাভ হয় বলে রাস মেলায় আশা পর্ণ্যার্থীদের বিশ্বাস।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rash Mela: ঐতিহ্যের রাসমেলা শুরুর অপেক্ষায় গোটা কোচবিহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল