আরও পড়ুন: নির্দিষ্ট নিয়মে বাঁধাকপির এই বিশেষ প্রজাতি চাষ করলে বাম্পার ফলন নিশ্চিত!
মদনমোহন বাড়ির মৃৎশিল্পী প্রভাত চিত্রকর জানান, কোচবিহারের মদনমোহন বাড়ির এই রাসমেলার প্রধান আকর্ষণ হল রাসচক্র এবং পুতনা রাক্ষসী। এই পুতনা রাক্ষসীর মূর্তিটি তৈরি করতে সপ্তাহ দুয়েক সময় লাগে। এটি বানানো হয় খড় ও মাটি দিয়ে। মূর্তিটি লম্বায় হয় প্রায় ১৫ ফুট উচ্চতা সম্পন্ন হয়। সেই লক্ষ্যে মদনমোহন বাড়ি চত্বরে প্রস্তুতি পর্বের কাজ চলছে দ্রুত গতিতে। জঙ্গল সাফাই থেকে শুরু করে বিভিন্ন প্যান্ডেল তৈরির কাজ করা হচ্ছে মদনমোহন বাড়িতে। এছাড়াও রাজচক্রের নির্মাতারা রাসচক্রের কাজ করছেন দ্রুত গতিতে। প্রতি বছরের মত এ বছরও বেশ আকর্ষণীয় হতে চলেছে কোচবিহার জেলার ঐতিহ্যবাহী এই রাসমেলা।
advertisement
রাস চক্রের কারিগর অরুণ কান্তি রায় জানান, রাস চক্র মেলার অন্যতম প্রধান আকর্ষণ। এর কাজ তৈরি শুরু হয় কালীপুজোর পর থেকে। সময় লাগে বেশ অনেকটাই। এই রাসচক্র ঘোরালে পুণ্যলাভ হয় বলে রাস মেলায় আশা পর্ণ্যার্থীদের বিশ্বাস।
সার্থক পণ্ডিত