Uttar Dinajpur News: নির্দিষ্ট নিয়মে বাঁধাকপির এই বিশেষ প্রজাতি চাষ করলে বাম্পার ফলন নিশ্চিত!

Last Updated:

বাঁধাকপির উন্নত জাতের মধ্যে রয়েছে গোল্ডেন একর, পুসা মুক্ত, কে-ভি, প্রাইড অফ ইন্ডিয়া, গ্রিন,গঙ্গা, শ্রীগণেশ গোল, হরিয়ানা। এগুলো সঠিক পদ্ধতিতে চাষ করলে প্রতি একরে ৭৫-৮০ কুইন্টাল ফলন হয়

+
title=

উত্তর দিনাজপুর: বাঁধাকপির এই বিশেষ প্রজাতি নির্দিষ্ট নিয়মে চাষ করলে বাম্পার ফলন হবে। প্রযুক্তিগত উন্নতির ফলে এখন অফ-সিজনেও চাষ করা সহজ হয়ে উঠেছে। সঠিক পদ্ধতি মেনে শীতকালে বাঁধাকপির এই বিশেষ জাত চাষ করলে মালামাল হয়ে যাবেন কৃষকরা।
বাঁধাকপির উন্নত জাতের মধ্যে রয়েছে গোল্ডেন একর, পুসা মুক্ত, কে-ভি, প্রাইড অফ ইন্ডিয়া, গ্রিন,গঙ্গা, শ্রীগণেশ গোল, হরিয়ানা। এগুলো সঠিক পদ্ধতিতে চাষ করলে প্রতি একরে ৭৫-৮০ কুইন্টাল ফলন হয়। কৃষিবিদ প্রতাপচন্দ্র পাল এই প্রসঙ্গে বলেন, এগুলোর মধ্যে বাঁধাকপির যেকোনও ভাল জাতের চারা এনে জমিতে বপন করতে হবে। এই বাঁধাকপি লাগানোর আদর্শ সময় কার্তিক-আগ্রহায়ণ মাস। ফসল লাগানোর ৬ মাস পরই তা পরিপূর্ণভাবে তুলে নেওয়ার উপযুক্ত হয়ে যায়।
advertisement
advertisement
তবে এইবাঁধাকপি চাষের ক্ষত্রে মনে রাখতে হবে জমিতে যেন বেশি সময় ধরে জল জমে না থাকে।অতি বৃষ্টির কারণে জমিতে জল বেশি জমে গেলে তাড়াতাড়ি জল সরানোর ব্যবস্থা করতে হবে। বাঁধাকপির চারা বপনের ২০-২৫ দিন পর আগাছা দমনের ব্যবস্থা নিতে হবে।
advertisement
বাঁধাকপির চারা প্রথমে বীজতলায় উৎপাদন করতে হয় এবং পরবর্তী সময়ে জমিতে লাগানো হয়। বীজতলার জন্য বালি, মাটি ও জৈবসার ভালভাবে মিশিয়ে ঝুরোঝুরো করে নিয়ে বীজতলা তৈরি করতে হয়। এই বাঁধাকপি চাষে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ যেমন বজায় থাকে তেমনই পরিবেশ ভাল থাকে। এভাবে কিছু নিয়ম মেনে বাঁধাকপি চাষ করলে বাম্পার ফলন নিশ্চিত।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Uttar Dinajpur News: নির্দিষ্ট নিয়মে বাঁধাকপির এই বিশেষ প্রজাতি চাষ করলে বাম্পার ফলন নিশ্চিত!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement