এই পরিস্থিতিতে হিমঘরে মজুত রাখা আলু বার করে আনছেন পুরাতন মালদহের কৃষকেরা। বর্তমান আলুর বাজার দর আকাশ ছোঁয়া এবং ক্রমশ উর্ধ্বমুখী। গত কুড়ি বছর ধরে আলুর এরকম দাম পাননি চাষিরা। আলুর বর্তমান বাজার দর কুইন্টাল প্রতি ২০০০ থেকে ২২০০ টাকার মধ্যে ঘুরছে। এই বাজার দর ধরে রাখতে মরিয়া পুরাতন মালদহের আলু চাষিরা। তাঁদের আশঙ্কা পরে এই দাম পড়ে যেতে পারে।
advertisement
আরও পড়ুন: রাত বাড়লেই বাড়িতে পড়ছে ঢিল! ভৌতিক কাণ্ড জলপাইগুড়ি শহরে
আলু চাষিরা সাধারণত হিমঘরে ফসল মজুত করে রাখেন পরে ভাল দাম পাওয়ার আশায়। কিন্তু এবারে এখনই আলুর দাম ব্যাপক চড়ে গিয়েছে। ফলে চলতি বছর দুটো বেশি লাভের আশায় আগেভাগেই হিমঘর থেকে আলু বের করে আনছেন চাষিরা। এবার দাম এতটা বেশি থাকায় গত বছর ঋণ নিয়ে চাষ করতে গিয়ে যে ক্ষতি হয়েছিল তা অনেকটাই পূরণ করা সম্ভব হবে বলে আলু চাষিদের দাবি।
হরষিত সিংহ