Ghost Story: রাত বাড়লেই বাড়িতে পড়ছে ঢিল! ভৌতিক কাণ্ড জলপাইগুড়ি শহরে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Ghost Story: ভৌতিক কাণ্ড ঘটছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের পাঙ্গাসাহেব এলাকার চারটি বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন থেকেই বড় বড় সাইজের পাথর পড়তে থাকে বাড়ির আশপাশ জুড়ে
জলপাইগুড়ি: রাত হলেই বাড়ির দিকে ছুটে আসছে পাথর। সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ছে! একের পর এক পাথর এদিক ওদিক থেকে এসে পড়ছে। যেন ভৌতিক ঘটনা। এই ভয়ে ঘুমহীন রাত কাটাচ্ছে জলপাইগুড়ি শহরের একাধিক পরিবার।
এমনই ভৌতিক কাণ্ড ঘটছে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রামপঞ্চায়েতের পাঙ্গাসাহেব এলাকার চারটি বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন থেকেই বড় বড় সাইজের পাথর পড়তে থাকে বাড়ির আশপাশ জুড়ে। এতে রীতিমত ভয় পেয়ে জানালা দরজা বন্ধ করে ঘরেই থাকতে হচ্ছে লোকজনদের। প্রতিদিন সন্ধে ৭-৭.৩০ টা থেকে সারারাত ওই চারটি বাড়িতে ক্রমাগত ঢিল পড়ছে। ভোর ৩-৩.৩০ টা পর্যন্ত টানা চলে এই ঢিল-বৃষ্টি। এমনটাই জানিয়েছেন ওই বাড়ির মহিলারা৷
advertisement
advertisement
এই বাড়িগুলোর মধ্যে কিছু পরিবার আছে যারা ছোট বাচ্চা নিয়ে একা থাকেন। এই পরিস্থিতিতে তাঁরা কী করবেন বুঝে উঠতে পারছেন না। এই পরিস্থিতিতে প্রতিকার চেয়ে কোতোয়ালি থানায় ব্যাগ ভর্তি ঢিল জমানো পাথর নিয়ে সটান হাজির হন বাড়ির ৪ মহিলা। পুরো ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ জানান। আসল ঘটনাটা ঠিক কী তা কেউই বুঝতে পারছেন না।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরও এই একই আতঙ্কে রাতের ঘুম উড়েছিল জলপাইগুড়ি সদর ব্লকের কনপাকড়ি সরকার পাড়ার তিনটি পরিবারের। সেবার একটানা প্রায় ৪২ দিন আতঙ্কে ভুগেছিলেন তাঁরা। এর আগেও ধূপগুড়িতেও প্রায় একই ঘটনা ঘটেছিল। কিন্তু কেন বারংবার ঘটছে এমন ভয়ঙ্কর ঘটনা? তবে কি ভূতের ভয় নাকি স্থানীয় শত্রু নাকি বৈজ্ঞানিক কোনও ব্যখ্যা! সব মিলিয়ে বিশাল আতঙ্কে রাত কাটাছেন এলাকাবাসীরা। অসহায় পরিবারগুলো এখন পুরোপুরি প্রশাসনের মুখাপেক্ষী হয়ে বাঁধচছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 5:47 PM IST