গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে শ্মশান সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক—সবাই একে অপরের দিকে দায় ঠেলেছেন, কিন্তু সমাধানের পথ কেউ দেখাননি। ফলে মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে একদিকে তৈরি হয়েছে দৃশ্যদূষণ, অন্যদিকে সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: রাস্তায় ছুটছে সরকারি বাস! দাউদাউ করে জ্বলছে আগুন! সাতসকালে আতঙ্কে কাঁটা ময়নাগুড়ি
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাসিন্দাদের ক্ষোভ, তাদের পরিবারের কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া সম্ভব হয় না। নদীর ধারে কাঠ জোগাড় করে দাহ করতে হয়। বর্ষায় সেই সমস্যা আরও বেড়ে যায়। বারংবার অভিযোগ করেও কাজ হয়নি! তবে এত অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফে মিলেছে আশ্বাস। তার কথায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংস্কার সম্ভব না হলে নতুনভাবে তৈরি করার চেষ্টা চলছে। এখন প্রশ্ন, কবে সমস্যার সমাধান হবে? গ্রামবাসীরা কি আদৌ তাদের প্রিয়জনদের শেষযাত্রার জন্য একটা মর্যাদাপূর্ণ স্থান পাবেন? উত্তরের অপেক্ষায় মাগুরমারীর মানুষ।
সুরজিৎ দে