Viral News: রাস্তায় ছুটছে সরকারি বাস! দাউদাউ করে জ্বলছে আগুন! সাতসকালে আতঙ্কে কাঁটা ময়নাগুড়ি
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Viral News: জলপাইগুড়ির ময়নাগুড়িতে সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ। জলপাইগুড়ি NBSTC ডিপো থেকে মালবাজার গামী সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় ময়নাগুড়িতে।
জলপাইগুড়ি: জলপাইগুড়ির ময়নাগুড়িতে সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ, জলপাইগুড়ি NBSTC ডিপো থেকে মালবাজারগামী সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়ায় ময়নাগুড়িতে।
যাত্রীবোঝাই এই বাস জলপাইগুড়ি ডিপো থেকে সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ বেরিয়ে দশটা নাগাদ ময়নাগুড়ি দুর্গাবাড়ির কাছে পৌঁছলে হঠাৎই গাড়ির ইঞ্জিনের সামনে ধোঁয়া লক্ষ করে চালক। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়তেই চালক চেঁচামেচি করতে থাকে। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেয়।
আরও পড়ুনঃ প্রাণঘাতী ক্যানসারের ‘নতুন’ উপসর্গ এগুলিই…! সাবধান, এই লক্ষণের একটিও দেখলে একবেলাও অবহেলা করবেন না
যদিও যাত্রীরা বাস থেকে নামার সময় আহত হন কিছু যাত্রী। আহতদের ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহত হয়েছেন বাসের চালকও। ঘটনার সঙ্গে সঙ্গেই দমকল এবং পুলিশের পাশাপাশি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। কিন্তু এভাবে সরকারি বাসের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল।
advertisement
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2025 12:17 PM IST










