ব্যাটারি চালিত বিশেষ বাই-সাইকেলের সাহায্যে শহরাঞ্চলে টহলদারি দেবে পুলিশকর্মীরা। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারির জন্য জেলার চারটি থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাই-সাইকেল। যে সাইকেলে চড়েই এবার নজরদারি চালাবেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাজোল থানায় এসে পৌঁছেছে চারটি ইলেকট্রিক বাই-সাইকেল। সেই বাই-সাইকেলে করেই একজন পুলিশ কর্তার সঙ্গে তিনজন সিভিক কর্মী টহলদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে করেই সারাদিন ও সারারাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন বলেন, “চারটি থানায় ইতিমধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরু রাস্তা, অলিগলি পৌঁছাতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের অপরাধ দমনে অনেকটাই সুবিধা হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথমে বিভিন্ন স্কুল এবং অফিস এলাকায় টহলদারি চালাবেন পুলিশকর্মীরা। রাতে বিভিন্ন এলাকায় ঘুরবে এই সাইকেল। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাই-সাইকেল একবার চার্জ দিলে চলবে সারাদিন। ঘুরবে বিভিন্ন অলিতে গলিতে যার ফলে সুবিধা হবে নজরদারিতে। গাজোল থানার পাশাপাশি, ইংরেজবাজার কালিয়াচক পুরাতন মালদহ ও চাঁচোল থানায় এই বাইসাইকেলগুলি দেওয়া হবে। প্রথম পর্যায়ে এই চারটি থানাতেই বাই-সাইকেল টহলদারে চালাবে পুলিশ।
হরষিত সিংহ