TRENDING:

Malda News: গাড়িতে হচ্ছে না, এবার পুলিশ ঘুরবে বাই-সাইকেলে! থানায় থানায় এবার নয়া উদ্যোগ মালদহ পুলিশের

Last Updated:

মালদা জেলার চারটি থানায় বাইসাইকেল টহলদারি শুরু হচ্ছে পুলিশের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: শহরাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্যোগী হল মালদহ জেলা পুলিশ। অলিগলির রাস্তাতেও এবার পুলিশি টহলদারী চলবে।  তবে টহলদারি চালাতে পুলিশ ভ্যান নয়, খুব সহজে দ্রুত সুরু রাস্তায় টহল দিতে এবার সাইকেলের ব্যবহার শুরু হল। মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম পর্যায়ে জেলার চারটি পুলিশ থানায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই থানাগুলির শহরাঞ্চলে নিরাপত্তা দিতে পুলিশ কর্মীরা ব্যবহার করবেন বাই-সাইকেল।
advertisement

ব্যাটারি চালিত বিশেষ বাই-সাইকেলের সাহায্যে শহরাঞ্চলে টহলদারি দেবে পুলিশকর্মীরা। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নজরদারির জন্য জেলার চারটি থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাই-সাইকেল। যে সাইকেলে চড়েই এবার নজরদারি চালাবেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাজোল থানায় এসে পৌঁছেছে চারটি ইলেকট্রিক বাই-সাইকেল। সেই বাই-সাইকেলে করেই একজন পুলিশ কর্তার সঙ্গে তিনজন সিভিক কর্মী টহলদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে করেই সারাদিন ও সারারাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন বলেন, “চারটি থানায় ইতিমধ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরু রাস্তা, অলিগলি পৌঁছাতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের অপরাধ দমনে অনেকটাই সুবিধা হবে।”

advertisement

আরও পড়ুন: গুণে ঠাসা, রেস্তোঁরার জনপ্রিয় পদে খেয়েছেন, এবার নিজের বাজারেও পেতে পারেন, রাজ্যেই হচ্ছে বিদেশি সবজির চাষ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

প্রথমে বিভিন্ন স্কুল এবং অফিস এলাকায় টহলদারি চালাবেন পুলিশকর্মীরা। রাতে বিভিন্ন এলাকায় ঘুরবে এই সাইকেল। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাই-সাইকেল একবার চার্জ দিলে চলবে সারাদিন। ঘুরবে বিভিন্ন অলিতে গলিতে যার ফলে সুবিধা হবে নজরদারিতে। গাজোল থানার পাশাপাশি, ইংরেজবাজার কালিয়াচক পুরাতন মালদহ ও চাঁচোল থানায় এই বাইসাইকেলগুলি দেওয়া হবে। প্রথম পর্যায়ে এই চারটি থানাতেই বাই-সাইকেল টহলদারে চালাবে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: গাড়িতে হচ্ছে না, এবার পুলিশ ঘুরবে বাই-সাইকেলে! থানায় থানায় এবার নয়া উদ্যোগ মালদহ পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল