এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেই দীঘাবানা এলাকায়। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুর করে স্থানীয় গ্রামবাসীরা। রাতভর টানা অবরোধ বিক্ষোভে পর সকালে ঘটনাস্থলে পৌছায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিধায়ক হামিদুল রহমান।
এদিন সকালে দীঘাবানা এলাকায় আসেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। দীঘাবানা এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন। বিধায়ক কে কাছে পেয়ে মৃতের পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। বিধায়ক মৃতের পরিজনদের আস্বস্ত করেন। বিধায়কের আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ তুলে নেন।
advertisement
আরও পড়ুন, মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড
আরও পডুন, দূরপাল্লার ট্রেনে প্রবীণদের আপার বার্থ কেন? প্রশ্ন তুললেন সাংসদ দেব!
এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিও তোলেন বিধায়ক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত এলাকা থমথমে রয়েছে।
চঞ্চল মোদক