হোম /খবর /দেশ /
মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড

Delhi Tragic Death: মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মর্মান্তিক মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড

মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু

মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু

Delhi Tragic Death: নয়াদিল্লির শাস্ত্রী পার্ক এলাকার একটি বাড়িতে ৬ জনেরই ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে খবর।

  • Share this:

নয়াদিল্লি: রাতে ঘুমনোর সময় মশার ধূপ জ্বেলে ঘুমিয়েছিল গোটা পরিবার। সদস্যদের মধ্যে ছিল এক সদ্যোজাত শিশু। শুক্রবার সকালে সেই বাড়িতেই মর্মান্তিক কাণ্ড। নয়াদিল্লির শাস্ত্রী পার্ক এলাকার একটি বাড়িতে ৬ জনেরই ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, মশার ধূপের ধোঁয়ায় ঘরে গ্যাস চেম্বার হয়ে মৃত্যু হয়েছে প্রত্যেকের।

মশা তাড়ানোর ধূপ শুধু মশাদের জন্যই নয়, মানুষের জন্যও যে কী মারাত্মক হতে পারে, এবার তারই সাক্ষী রইল রাজধানী দিল্লির শুক্রবারের ঘটনা। ধূপের ধোঁয়ায় ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ওই ছয় সদস্যের। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে দেখে ৬ জনই অচেতন অবস্থায় একটি ঘরে শুয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: আচমকা খবরের শিরোনামে যিশু সেনগুপ্তর মেয়ে সারা, কারণ জানলে মাথা ঘুরে যাবে!

দক্ষিণ-পূর্ব ডিস্ট্রিক্টের ডেপুটি পুলিশ কমিশনার জয় তির্কে জানিয়েছেন, ওই পরিবারের ছয় সদস্য দরজা ও জানালা বন্ধ করে ঘরে মশার ধূপ জ্বালিয়েছিলেন। তাঁরা ঘুমিয়ে পড়লেও ধূপ নেভানো হয়নি। আর সেই ধূপের ধোঁয়াতেই ভরে যায় গোটা ঘর। ঘুমের মধ্যে ক্রমাগত কার্বন মনোক্সাইড গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। শরীরে সেই গ্যাস ক্রমাগত যাওয়ার ফলে দমবন্ধ হয়ে প্রাণ হারান প্রত্যেকে।

আরও পড়ুন: 'কৌশিকান একমাত্র আমাকে ন্যান্সি বলে ডাকত', সতীশকে হারিয়ে মন কেমন নীনার!

দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনায় মোট ন'জন কমবেশি অগ্নিদগ্ধ হন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে দু'জনের। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, একটি গদির উপর মশার ধূপ রাখা হয়েছিল। সেখান থেকেই ঘরে আগুন লেগে যায়। ঘটনায় নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। মৃত্যুর আরও কোনও কারণ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Delhi, Mysterious Death