জানা গিয়েছে, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। বাড়ি মালদহ জেলার কালিয়াচকের নাজিরপুর এলাকায়। বর্তমানে তিনি মালদহ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: যার পাওয়ার দরকার সেই পাচ্ছে না! অসহায়ভাবে কুকুর, বিড়ালদের সঙ্গে দিন কাটছে স্বামীহারা এই বৃদ্ধার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে মোটরবাইক নিয়ে সাহাপুর এলাকায় যাচ্ছিলেন ওই পুলিশকর্মী। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। সেই সময় বাইক সমেত রাস্তায় লুটিয়ে পড়েন ওই পুলিশ কনস্টেবল। ঘটনা স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা তড়িঘড়ি ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যদিও শেষ রক্ষা হয়নি তাঁর। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার প্রসঙ্গে মৃত পুলিশকর্মীর এক আত্মীয় তপন ঘোষ জানান, পুরাতন মালদহের সাহাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন বিশ্বজিৎ। গতকাল রাতে ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে নিজের বাড়ি কালিয়াচকের নাজিরপুর থেকে ফিরছিলেন। তখনই পুরাতন মালদহের সাহাপুর এলাকায় ঝড় হাওয়ার সময় কোন একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারলে সেখানে গুরুতর জখম হয় সে। এরপরই স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তাঁর।
মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথ দুর্ঘটনায় ঘাতক গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ কনস্টেবলের পরিবারে।
জিএম মোমিন






