TRENDING:

Malda News: ডিউটিতে যাওয়া হল না আর! মাঝপথে প্রাণ গেল পুলিশ কর্মীর

Last Updated:

পথ দুর্ঘটনায় মৃত্যু হল পুলিশ কর্মীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদা: মর্মান্তিক পরিণতি পুলিশকর্মীর, ডিউটিতে যাওয়ার জন্য ফিরছিলেন বাড়ি, বাড়িতেই ফেরা হল আর। মাঝপথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মালদহের এক পুলিশ কনস্টেবল। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে মালদহ জেলা পুলিশ।
পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ ঘোষ
পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ ঘোষ
advertisement

জানা গিয়েছে, মৃত ওই পুলিশ কনস্টেবলের নাম বিশ্বজিৎ ঘোষ (৪০)। বাড়ি মালদহ জেলার কালিয়াচকের নাজিরপুর এলাকায়। বর্তমানে তিনি মালদহ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: যার পাওয়ার দরকার সেই পাচ্ছে না! অসহায়ভাবে কুকুর, বিড়ালদের সঙ্গে দিন কাটছে স্বামীহারা এই বৃদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে মোটরবাইক নিয়ে সাহাপুর এলাকায় যাচ্ছিলেন ওই পুলিশকর্মী। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। সেই সময় বাইক সমেত রাস্তায় লুটিয়ে পড়েন ওই পুলিশ কনস্টেবল। ঘটনা স্থানীয়দের নজরে এলে স্থানীয়রা তড়িঘড়ি ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। যদিও শেষ রক্ষা হয়নি তাঁর। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ঘটনার প্রসঙ্গে মৃত পুলিশকর্মীর এক আত্মীয় তপন ঘোষ জানান, পুরাতন মালদহের সাহাপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন বিশ্বজিৎ। গতকাল রাতে ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে নিজের বাড়ি কালিয়াচকের নাজিরপুর থেকে ফিরছিলেন। তখনই পুরাতন মালদহের সাহাপুর এলাকায় ঝড় হাওয়ার সময় কোন একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারলে সেখানে গুরুতর জখম হয় সে। এরপরই স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু হয় তাঁর।

advertisement

মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথ দুর্ঘটনায় ঘাতক গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ কনস্টেবলের পরিবারে।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ডিউটিতে যাওয়া হল না আর! মাঝপথে প্রাণ গেল পুলিশ কর্মীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল