TRENDING:

Malda News: এ তো একেবারে কারখানা! উদ্ধার কোটি কোটি টাকার মাদক! চোখ কপালে পুলিশের

Last Updated:

Malda News: বাড়ি ভাড়া নিয়ে চলছিল ব্রাউন সুগার তৈরির কাজ, পুলিশ হানা দিয়ে প্রায় ৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে, ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পুলিশের নজর এড়াতে ঘাঁটি বদল মাদক প্রস্তুতকারীদের। প্রত্যন্ত গ্রামে বাড়ি ভাড়া নিয়ে চলছিল কোটি কোটি টাকার মাদক তৈরি। ভিন রাজ্যে থেকে নিয়ে আসা হয়েছিল আফিম আঠা। বাইরে থেকে এসেছিল প্রস্তুতকারীরা। ঘরের মধ্যে বেশ কয়েকজন মিলে ব্রাউন সুগার তৈরির কাজ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই ডেরায় হানা চালায়। হাতে নাতে দুই জনকে ধরে ফেলে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকী অভিযুক্তরা।
ব্রাউন সুগার সহ গ্রেফতার 
ব্রাউন সুগার সহ গ্রেফতার 
advertisement

সেই ডেরা থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ছয় কেজি ব্রাউন সুগার। মালদহের বৈষ্ণবনগর থানার সর্বরতীটোলা গ্রামে এই মাদক তৈরির কারখানার হদিস পায় পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়েছে, মাইনুল শেখ ও ফাইনুল শেখ। এছাড়াও আরও তিনজন মাদক প্রস্তুতকারী পলাতক এমনটাই দাবি পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার ব্রাউন সুগারগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

advertisement

একসময় ব্রাউন সুগার তৈরির একাধিক গোপন ডেরা একসময় কালিয়াচক থানা এলাকায় গজিয়ে উঠেছিল। কিন্তু পুলিশি ধরপাকড়াও ও একের পর এক এই গোপন ডেরাগুলি পুলিশ উদ্ধার করায় বর্তমানে মাদক পাচারকারীরা তাদের আস্তানার পরিবর্তন করেছে। বর্তমানে কালিয়াচক থানা থেকে বৈষ্ণবনগর থানা এলাকায় বাজারকারীরা মাদক প্রস্তুত করছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। বিভিন্ন গ্রামে বাড়ি ভাড়া নিয়ে মাদক অর্থাৎ ব্রাউন সুগার তৈরীর কাজ চলছে।

advertisement

পুলিশ সূত্রে এও জানা গিয়েছে ব্রাউন সুগার তৈরীর প্রধান উপকরণ আফিম আঠা ঝাড়খন্ড বা উত্তর-পূর্ব ভারত থেকে নিয়ে আসা হচ্ছে। তারপর মালদহের কালিয়াচক বা বৈষ্ণবনগর থানা এলাকায় সেগুলি থেকে ব্রাউন সুগার তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করা হচ্ছে। এই বিষয়ে মালদহ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন,”বাড়ি ভাড়া নিয়ে ব্রাউন সুগার তৈরীর কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে সেখান থেকে ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ব্রাউন সুগার তৈরির কাঁচামাল ভিন রাজ্য থেকে নিয়ে আসা হয়। তারপর সেগুলি এখানে তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

advertisement

আরও পড়ুনঃ দল থেকে বাদ রোহিত শর্মা! গৌতম গম্ভীরের অবাক করা সিদ্ধান্ত! জানুন বিস্তারিত

এদিনের ঘটনায় গ্রেফতার দুইজনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিষ। অভিযুক্ত দুজনকে মালদহ জেলা আদালতে পেশ করা হবে। এতবড় মাদক চক্র গ্রেফতারে খুশি স্থানীয় বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: এ তো একেবারে কারখানা! উদ্ধার কোটি কোটি টাকার মাদক! চোখ কপালে পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল