TRENDING:

Poila Baisakh: এ এক অবাক বইমেলা! বই কিনলে দিতে হবেনা দাম! কোথায় হচ্ছে জানেন

Last Updated:

Poila Baisakh: বুক টেল’ সংস্থার পক্ষ থেকেই এই মেলার আয়োজন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : বইপ্রেমীদের জন্য দারুণ খবর। শহরে শুরু হয়েছে অভিনব এক বইমেলা। এই মেলাতে বই কিনলে বইয়ের দাম দিতে হবে না। এখানে পৌঁছে ইচ্ছামতো বই ভরে নিতে পারেন বাক্সে। শুধু আপনাকে হাতে তুলে নিতে হবে বাক্স। তারপর ঝটপট যত খুশি বই বাক্সে ভরে ফেলুন! যখন এক বাক্স আপনার পছন্দের বই হাতে চলে আসবে, তখন যেন আপনি রাজা!
advertisement

ভাবছেন হয়তো এটা অসম্ভব ব্যাপার। কিন্তু না এটাই সত্যি। ব্যাপার টা একটু খোলসা করে বলা যাক। শিলিগুড়ির শহরে কসমস মলে বসেছে এমনই এক মজার বইমেলা। যেখানে ফাঁকা বাক্স কিনে নিজের ইচ্ছেমতো সাজানো বই থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দসই বই। ‘বুক টেল’ সংস্থার পক্ষ থেকেই এই মেলার আয়োজন করা হয়েছে। সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা আকাশ বাবুর কথায়, ‘‘শিলিগুড়িতে প্রথমবার এই মেলার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা ৫০ টি শহরে এমন মেলার আয়োজন করেছি। প্রত্যেকবারের মতো এবারও বইপ্রেমীরা এই মেলায় আসছেন।’’ তিনি আরও বলেন, ‘‘পুরোনো বই কিভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনই আমরা ভাল সাড়া পেয়েছি।”

advertisement

আরও পড়ুন – ICC T20 World Cup 2024: ‘সাবাশ …, ওয়ার্ল্ডকাপ খেলনা হ্যায়’- নিজেই টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার বেছে নিলেন রোহিত

বই কিনতে মিস খুশি বলেন, “শিলিগুড়িতে এমন বইমেলার আয়োজন প্রথম হয়েছে। আমি খবর পেয়েই ছুটে এসেছি। যারা বই ভালবাসে তাদের জন্য দারুণএই বইমেলা। আমি ইতিমধ্যেই অনেকগুলি বই আমার বাক্সে রেখে ফেলেছি।’’

advertisement

View More

এই মেলায় দুই রকমের বাক্স মজুত রয়েছে। প্রথম বাক্সের দাম ১৫০০ টাকা. তারপর রয়েছে ২৫০০ টাকার আরেকটি বাক্স। এই বাক্স গুলিতে যত খুশি বই নিতে পারেন বই প্রেমীরা। ‘দি স্টোরি বক্স’ এই বইমেলায় মিলবে আট থেকে আশি, সবার মনের মতো বই। সব ধরণের বইকেই এক ছাদের তলায় আনার চেষ্টা করা হয়েছে এই মেলায়। গ্যাজেটে ব্যস্ত মানুষকে বইয়ের স্বাদ দিতে ‘বুক টেল’ সংস্থার এই মেলা সত্যিই অভিনব। ১১  এপ্রিল থেকে শুরু হয়েছে এই মেলা। চলবে ১৪ই  এপ্রিল পর্যন্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Poila Baisakh: এ এক অবাক বইমেলা! বই কিনলে দিতে হবেনা দাম! কোথায় হচ্ছে জানেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল