সোমবার রাত থেকে আলিপুরদুয়ার জেলার নাকা চেকিং পয়েন্টগুলিতে দেখা গিয়েছে তৎপরতা। আলিপুরদুয়ার জেলার প্রধান তিনটি নাকা চেকিং পয়েন্ট রয়েছে বারবিশা, এথেলবাড়ি এবং জয়গাঁগামী পথের জিএসটি মোড়ে। মঙ্গলবার সকাল থেকেই পুলিশ কর্মীদের দেখা গিয়েছে জয়গাঁ জিএসটি মোড় নাকা চেকিং পয়েন্ট এলাকায়। এই রাস্তা একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার ডান পাশ দিয়ে গেলে যাওয়া যায় ভুটানের পাশাখা শিল্পাঞ্চল। সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যায় জয়গাঁ ভুটান গেট।
advertisement
জয়গাঁ থানা পুলিশের পক্ষ থেকে আইসি পালজার ভুটিয়া ফোনে জানান, “দিল্লি বিস্ফোরণের পর সীমান্তে হাই আলার্ট জারি হতে এই এলাকায় বেড়ে গিয়েছে চেকিং। এমনিতেও রুটিন চেকিং হয় এই পয়েন্ট-এ।” এদিন জিএসটি নাকা চেকিং পয়েন্ট-এ দেখা গেল পুলিশকর্মীরা প্রতিটি বাস দাঁড় করিয়ে তল্লাশি নিচ্ছেন। পর্যটকবাহী গাড়ি, বাস দাঁড় করিয়ে চলছে জোরদার তল্লাশি। গাড়ির চালকদের নথি পরীক্ষার পাশাপাশি যাত্রীদের ব্যাগ চেকিং হচ্ছে।বাইক চালকদের দাঁড় করিয়ে চলছে চেকিং।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কারণে জয়গাঁ এলাকাকে ঘিরে ফেলা হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে। প্রধানমন্ত্রী একবারে দিল্লি থেকে পারো বিমানবন্দরে পৌঁছবেন নাকি হাসিমারা বায়ু সেনা ছাউনিতে নেমে সড়কপথে ভুটান যাবেন তা নিয়ে ধন্দ দেখা গিয়েছিল। যদিও তিনি সরাসরি চলে গিয়েছেন ভুটানে। তবে এই রাস্তার এখনও প্রতি ২০ মিটার দূরে দূরে দেখা গিয়েছে পুলিশি নিরাপত্তা।





