আরও পড়ুন: বেনজির বিধানসভা, হাতাহাতিতে তৃণমূল-বিজেপি বিধায়করা! নাক ফাটল অসিত মজুমদারের
আজ মহানন্দা নদীর প্রায় ১৭ কিলোমিটার এলাকা জঞ্জাল মুক্ত করেন তাঁরা। তাঁদের সঙ্গে হাত মেলান ইউনাইটেড নেশনস এনভাইরোনমেন্ট প্রোগ্রামের সিক্সথ এক্সইকিউটিভ ডিরেক্টর এরিক সোলহীমও। এগিয়ে আসেন সিআরপিএফের জওয়ানেরাও। নদীই সম্বল। এই নদী যেখানে শহরের আশির্বাদ হতে পারত, তা এখন কার্যত অভিশাপে পরিণত! তাই নদী দূষণ ঠেকাতে এহেন উদ্যোগ।
advertisement
আরও পড়ুন: ইউক্রেনে নৃশংসতা, কীভাবে রাশিয়ার পুতিনের বিচার করা হতে পারে?
ইউনাইটেড নেশনসের কর্তা জানান, শিলিগুড়ির গর্ব এই মহানন্দা নদী। আর এর চারপাশ আজ প্লাস্টিকের ক্যারিব্যাগে ঢাকা পড়ে রয়েছে। জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে। তাই এই নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুস্থ সমাজের জন্যেও নদীর গুরুত্ব অপরিসীম। গঙ্গা নদীকেও দূষণ মুক্ত করা হয়েছে।
অন্য দিকে শহরের তরুণ, তরুণীরাও বলেছেন, নিজেকে সুস্থ রাখতে, শহরকে দূষণের হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছি। হাতে হাত মিলিয়ে মহানন্দা নদীকে রক্ষা করার শপথ নেওয়া হয়েছে। শহরের পরিবেশপ্রেমী থেকে মহানন্দা বাঁচাও কমিটি বহু আন্দোলন করেছে। কিন্তু মহানন্দার দূষণ এখোনো সেই তিমিরেই। এবারে কি সজাগ এবং সচেতন হবে শহরবাসী। প্লাস্টিক মুক্ত হবে মহানন্দা?
Partha Sarkar