TRENDING:

South Dinajpur News: প্রবল জলসঙ্কট...! বেহাল অবস্থা গ্রামবাসীদের, কোথায় এই ভয়াবহ পরিণতি?

Last Updated:

South Dinajpur News: জলসঙ্কটের সমস্যা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। জল জীবন মিশনের প্রকল্পের আওতায় ব্লক জুড়েই পাইপ লাইন বসানোর কাজ শুরু হলেও কাজ আজও পর্যন্ত সম্পন্ন না হওয়ায় জলের সমস্যা আজও সেই তিমিরেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : দৈনন্দিন জীবনে জল আমাদের অপরিহার্য। তীব্র তাপদহের পাশাপাশি জলসঙ্কটের সমস্যা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। জল জীবন মিশনের প্রকল্পের আওতায় ব্লক জুড়েই পাইপ লাইন বসানোর কাজ শুরু হলেও কাজ আজও পর্যন্ত সম্পন্ন না হওয়ায় জলের সমস্যা আজও সেই তিমিরেই।
advertisement

পানীয় জলের সমস্যা মেটাতে বছর দু’য়েক আগে সমস্ত ব্লক জুড়ে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। তবে বেশ কিছু এলাকায় পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ শুরু হলেও বহু এলাকায় এখনও পাইপ লাইনের বসানোর কাজ সম্পন্ন হয়নি। ফলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বিশ বাও জলে। তপনবাসীর একটাই দাবি, খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানের সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করুক।

advertisement

আরও পড়ুন-৬০-এও টগবগিয়ে ফুটবে যৌবন…! খালি পেটেই চিবিয়ে খেলেই ঝিমিয়ে পড়া পুরুষত্ব ৭ দিনে চাঙ্গা, পুরুষদের জন্য ‘রামবাণ’ এটি

বর্তমান সরকারের আমলে তপনের জল কষ্ট মেটাতে নতুন করে উদ্যোগ নেওয়া হয়। পাইপ লাইনের কাজ শুরু হলেও শেষ হয়নি আজও পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই নিয়ে বারবার প্রতিশ্রুতি মিললেও পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান এখনও হয়নি। তপন ব্লকের সব গ্রামগুলি মিলিয়ে প্রায় ৪০-৫০ হাজার লোকের বসবাস। প্রতিটি গ্রামগুলিতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। মার্ক টু টিউবওয়েল ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ায় সেগুলো দিয়ে আয়রন যুক্ত জল বের হওয়ার জন্য পানের অযোগ্য।

advertisement

View More

আরও পড়ুন-‘বিয়ের আগেই ‘Pregnant’! অন্য লোকের বেডরুমে গিয়ে…!’ যা করতেন এই নায়িকা, শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

স্থানীয় গ্রামবাসীদের কথা চিন্তাভাবনা করেই সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফের পক্ষ থেকে পানীয় জল দেওয়া ব্যবস্থা করা হয়।গাড়ি করে জলের ট্যাংক নিয়ে আসা হয় গ্রামে গ্রামে। এরপরেই পানীয় জল নেওয়ার লম্বা লাইন পড়ে। এতেই দেখা মেলে গ্রামবাসীরা কতটা সমস্যার সম্মুখীন। গ্রীষ্মকালে এই সমস্যা আরও বড় আকৃতি ধারণ করে ফেলে। ফলস্বরূপ গ্রামের স্থানীয় বাসিন্দারা পানীয় জলের সমস্যা মেটাতে দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার দূরে থাকা বিএফএফ ক্যাম্প থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হয়। তাদের দীর্ঘদিনের জল সমস্যা সমাধানে পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনের কাছে একাধিকবার দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি আজও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: প্রবল জলসঙ্কট...! বেহাল অবস্থা গ্রামবাসীদের, কোথায় এই ভয়াবহ পরিণতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল