আরও পড়ুন: ১৫৫ পাউন্ডের কেক কেটে জেলার জন্মদিন পালন!
শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাস লাগোয়া বৈকন্ঠপুরের জঙ্গলে দেখা গেল এক অন্য রকম চিত্র। যেখানে গোপাল ঠাকুরকে নিয়ে চলল বনভোজন। প্রায় এক হাজার গোপাল হাজির ছিল এই পিকনিকে। ছিল এলাহী আয়োজন, আয়োজিত হয় সংকীর্তন।
বহু গৃহস্থ পরিবারের ঠাকুরের আসনে থাকেন গোপাল। পরিবারের সকল সদস্যদের কাছে গোপাল তাঁদের নিজের ঘরের ছেলের মত। গোপালকে অনেক আদর যত্নে রাখা হয়। নির্দিষ্ট সময়ে গোপালকে ঘুম থেকে তোলা, ভোগ দেওয়া, শয়ন দেওয়া সবই চলে নিয়মিতভাবে। এমনকী গোপালের জন্য আসে পুজোর সময় নতুন পোশাকও। তাই ঠাকুরের আসনে থাকলেও গোপাল থাকেন পরিবারের সমস্ত কিছুতেই। সেক্ষেত্রে শীতকালের পিকনিক হবে গোপালকে ছাড়া, তা আবার হয় নাকি। এবার তেমন এক অভিনব বনভোজন দেখা গেল বৈকুণ্ঠপুরের জঙ্গলে । ভক্তরা সকলেই বাড়ির গোপালকে নিয়ে বনভোজনে মেতে ওঠেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কৃষ্ণভক্ত দেবকী গোপাল দাস বলেন, নতুন বছরে পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করে থাকি। তাহলে আমার বাড়ির গোপাল বাদ থাকবে কেন? বাড়ির গোপালকে সঙ্গে নিয়ে এসেছি। সকল ভক্তরাও এসেছেন। তিনি আরও জানান, এদিন অন্ন, লাবড়া, কচুর শাক, ভাজা-সহ নানা পদ গোপালদের জন্য রান্না করা হয়েছিল। এছাড়াও ভক্তদের জন্য ছিল খিচুড়ি।
অনির্বাণ রায়