TRENDING:

Petrol Pump Strike: জাতীয় থেকে রাজ্য সড়ক, কোথাও খোলা নেই পেট্রল পাম্প! গাড়ি নিয়ে বেরলেই বিপাকে, উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষ

Last Updated:

Petrol Pump Strike: ২৪ ঘণ্টা বন্ধ থাকবে উত্তরবঙ্গের সমস্ত পেট্রল পাম্প। সমস্যায় পড়বেন বহু সাধারণ মানুষ। বর্তমানে বাইক বা গাড়ি ছাড়া চলাচল প্রায় অসম্ভব। ২৪ ঘণ্টা পেট্রল পাম্প বন্ধ থাকলে সাধারণ মানুষের চলাচল থমকে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: বাইক বা গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে সাবধান। দূরে কোথাও গেলে অবশ্যই দেখে নিন আপনার গাড়ির ট্যাংকিতে পর্যাপ্ত তেল রয়েছে কিনা। ডিজেল হোক কিংবা পেট্রল পথে যদি শেষ হয়ে যায়, সমস্যায় পড়বেন। মাঝপথে গাড়ি নিয়ে আটকে পড়বেন। কোথাও আপনি খোলা পাবেন না পেট্রল পাম্প।
advertisement

উত্তরবঙ্গ জুড়ে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ। তাই বাইক বা যে কোনও গাড়ি নিয়ে কোথাও বেরোনোর আগে সাবধান। গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল থাকলেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। জাতীয় সড়ক হোক কিংবা রাজ্য সড়ক, সমস্ত রাস্তার পাশের পেট্রোল পাম্প বন্ধ রয়েছে।

উত্তরবঙ্গের আটটি জেলায় নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে। মূলত দু’টি দাবির ভিত্তিতে এই ধর্মঘট। উত্তরবঙ্গের আটটি জেলার সমস্ত পেট্রল পাম্প বন্ধ রয়েছে। পেট্রল পাম্প মালিকদের দাবিগুলির মধ্যে অন্যতম, বিগত দিনে নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এসেছিল। প্রায় সাড়ে ১৯ কোটি টাকার তেল ব্যবহার হয়েছিল। সেই বকেয়া টাকা এখনও পাননি ডিলাররা।

advertisement

আরও পড়ুন: ওলটপালট হবে আবহাওয়া! ফের ঠান্ডা বাংলায়? জেলায় জেলায় ঘনঘন ‘বজ্রপাত-বৃষ্টি’! আগামী দু’দিন মুহুর্মুহু ওয়েদারের খেলাবদল

এছাড়াও পেট্রল পাম্প ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি রয়েছে। পেট্রল পাম্প ডিলারদের অভিযোগ, ২০১৭ সালের পর থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনওরকম কমিশন বৃদ্ধি করা হয়নি। তাই তাঁরা কমিশন বৃদ্ধির দাবিতেও এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

advertisement

নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের মালদহ শাখার সভাপতি উজ্জ্বল সাহা বলেন, ”মূলত দু’টি দাবিতে আমরা উত্তরবঙ্গ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছি। গত নির্বাচনে কেন্দ্র বাহিনীর গাড়ির তেলের বকেয়া এখনও বাকি রয়েছে। প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। এছাড়াও ২০১৭ সালের পর থেকে আমাদের কোনও কমিশন বৃদ্ধি হয়নি। অথচ আনুষাঙ্গিক খরচ বেড়েছে। এই দুই দফা দাবিতে আমাদের ধর্মঘট।”

advertisement

২৪ ঘণ্টা বন্ধ থাকবে উত্তরবঙ্গের সমস্ত পেট্রল পাম্প। সমস্যায় পড়বেন বহু সাধারণ মানুষ। বর্তমানে বাইক বা গাড়ি ছাড়া চলাচল প্রায় অসম্ভব। ২৪ ঘণ্টা পেট্রল পাম্প বন্ধ থাকলে সাধারণ মানুষের চলাচল থমকে যাবে। দূরপাল্লার বিভিন্ন যানবাহন পণ্যবোঝাই গাড়িগুলিও সমস্যায় পড়বে। মাঝপথে আটকে যেতে পারে তাদের চলাচল। উত্তরবঙ্গ জুড়ে জরুরি ক্ষেত্রেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পেট্রল পাম্প বন্ধ থাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Petrol Pump Strike: জাতীয় থেকে রাজ্য সড়ক, কোথাও খোলা নেই পেট্রল পাম্প! গাড়ি নিয়ে বেরলেই বিপাকে, উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল