উত্তরবঙ্গ জুড়ে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ। তাই বাইক বা যে কোনও গাড়ি নিয়ে কোথাও বেরোনোর আগে সাবধান। গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল থাকলেই আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। জাতীয় সড়ক হোক কিংবা রাজ্য সড়ক, সমস্ত রাস্তার পাশের পেট্রোল পাম্প বন্ধ রয়েছে।
উত্তরবঙ্গের আটটি জেলায় নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের ডাক দিয়েছে। মূলত দু’টি দাবির ভিত্তিতে এই ধর্মঘট। উত্তরবঙ্গের আটটি জেলার সমস্ত পেট্রল পাম্প বন্ধ রয়েছে। পেট্রল পাম্প মালিকদের দাবিগুলির মধ্যে অন্যতম, বিগত দিনে নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এসেছিল। প্রায় সাড়ে ১৯ কোটি টাকার তেল ব্যবহার হয়েছিল। সেই বকেয়া টাকা এখনও পাননি ডিলাররা।
advertisement
এছাড়াও পেট্রল পাম্প ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি রয়েছে। পেট্রল পাম্প ডিলারদের অভিযোগ, ২০১৭ সালের পর থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনওরকম কমিশন বৃদ্ধি করা হয়নি। তাই তাঁরা কমিশন বৃদ্ধির দাবিতেও এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
নর্থ বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের মালদহ শাখার সভাপতি উজ্জ্বল সাহা বলেন, ”মূলত দু’টি দাবিতে আমরা উত্তরবঙ্গ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছি। গত নির্বাচনে কেন্দ্র বাহিনীর গাড়ির তেলের বকেয়া এখনও বাকি রয়েছে। প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। এছাড়াও ২০১৭ সালের পর থেকে আমাদের কোনও কমিশন বৃদ্ধি হয়নি। অথচ আনুষাঙ্গিক খরচ বেড়েছে। এই দুই দফা দাবিতে আমাদের ধর্মঘট।”
২৪ ঘণ্টা বন্ধ থাকবে উত্তরবঙ্গের সমস্ত পেট্রল পাম্প। সমস্যায় পড়বেন বহু সাধারণ মানুষ। বর্তমানে বাইক বা গাড়ি ছাড়া চলাচল প্রায় অসম্ভব। ২৪ ঘণ্টা পেট্রল পাম্প বন্ধ থাকলে সাধারণ মানুষের চলাচল থমকে যাবে। দূরপাল্লার বিভিন্ন যানবাহন পণ্যবোঝাই গাড়িগুলিও সমস্যায় পড়বে। মাঝপথে আটকে যেতে পারে তাদের চলাচল। উত্তরবঙ্গ জুড়ে জরুরি ক্ষেত্রেও কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পেট্রল পাম্প বন্ধ থাকায়।
হরষিত সিংহ