আরও পড়ুন: পড়াবেন বিডিও, এবার নিখরচায় সরকারি চাকরির কোচিং
সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, তিনদিক আন্তর্জাতিক সীমান্ত বেষ্টিত এই দক্ষিণ দিনাজপুর জেলা মূলত কৃষি প্রধান জেলা। চিকিৎসার তেমন সুব্যবস্থা নেই বললেই চলে। চিকিৎসার দিক দিয়ে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে পার্শ্ববর্তী মালদহ কিংবা কলকাতায় ছুটতে হয় এই জেলার মানুষকে।
advertisement
এদিকে জেলার মেডিকেল কলেজ না থাকায় একটু জটিল অসুখ করলেই কলকাতা বা অন্যত্র গিয়ে চিকিৎসা করতে হয়। এর জন্য খরচ বাড়ে গরিব সাধারণ মানুষের। ফলে অনেকেই চিকিৎসা করার ক্ষেত্রে পিছিয়ে আসেন। আর তাতে অকালেই ঝরে যায় বহু প্রাণ। তাই জেলায় অবিলম্বে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে বলে দাবি তুলেছে আমজনতা। ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র’ও জেলাবাসীর এই দাবিকে সমর্থন জানিয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে এই পোস্টকার্ড পাঠানো শুরু হয়েছে, যা আগামী লোকসভা ভোট পর্যন্ত চলবে। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তের ১০ জন বিশিষ্ট মানুষ এই পোস্টকার্ডের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাবেন।
সুস্মিতা গোস্বামী