Jalpaiguri News: পড়াবেন বিডিও, এবার নিখরচায় সরকারি চাকরির কোচিং

Last Updated:

জলপাইগুড়ির বিডিওর উদ্যোগে শুরু হচ্ছে নিখরচায় সরকারি চাকরির পরীক্ষার কোচিং। আগামী ১১ ফেব্রুয়ারি বিডিও অফিসের তরফ থেকে একটি পরীক্ষা নেওয়া হবে

+
প্রতিকী

প্রতিকী ছবি

জলপাইগুড়ি: সরকারি চাকরি করার ইচ্ছে? আর ভাবতে হবে না, শুধু মন দিয়ে পড়োশোনা করলেই হবে। আপনার কোচিংয়ের যাবতীয় দায়িত্ব নেবেন জলপাইগুড়ির বিডিও। সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য পূরণ করতে এগিয়ে এসেছেন বেসরকারি আধিকারিক।
জলপাইগুড়ির বিডিওর উদ্যোগে শুরু হচ্ছে নিখরচায় সরকারি চাকরির পরীক্ষার কোচিং। আগামী ১১ ফেব্রুয়ারি বিডিও অফিসের তরফ থেকে একটি পরীক্ষা নেওয়া হবে। উপরোক্ত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকার শীর্ষ ৫০ জনকে নিয়ে নিখরচায় বিডিও অফিসের উদ্যোগে ডব্লুবিসিএস পরীক্ষা সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হবে। সেখানে পড়াবেন জেলার শীর্ষস্থানীয় সরকারি আধিকারিকরা। হাজির থাকবেন এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও অধ্যাপকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই উদ্যোগে খুশি জলপাইগুড়ির দুঃস্থ, মেধাবী ছাত্র-ছাত্রীরা। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এই কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হবে। সকলেই আবেদনের যোগ্য। বিনামূল্যে এই প্রশিক্ষণ নিতে দিতে হবে একটি প্রবেশিকা পরীক্ষা।
১. প্রবেশিকা পরীক্ষায় থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন।
২. ১০০ টি প্রশ্ন থাকবে।
advertisement
৩. পরীক্ষার পাঠক্রম- ইংরেজি, ভারতের ইতিহাস, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, অঙ্ক (পাটিগণিত), সাম্প্রতিক ঘটনা সমূহ।
৪. প্রশ্নগুলো হবে মাধ্যমিক সমতুল্য মানের।
৫. প্রত্যেক প্রশ্নের মান ১ নম্বর, পূর্ণমান ১০০।
৬. প্রতি ৪ টি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা যাবে।
৭. পরীক্ষাকেন্দ্র মোহিত নগর তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়।
advertisement
৮. পরীক্ষার সময় ১:৩০ ঘণ্টা।
৯. পরীক্ষা শুরু হওয়ার সময় বেলা ১২ টা, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকাল ১১টা।
১০. নুন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
১১. ৬ ফেব্রুয়ারির মধ্যে নাম নথিভুক্ত না করলে পরীক্ষা দেওয়া যাবে না।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: পড়াবেন বিডিও, এবার নিখরচায় সরকারি চাকরির কোচিং
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement