কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। কালিম্পং থেকে আলাগাড়া হয়ে যে রাস্তা সিকিমের দিকে বেঁকে গিয়েছে, সেই পথেই নিশ্চুপে ঘুমিয়ে থাকে পেডং। সবুজে ঘেরা এখানের নৈসর্গিক পরিবেশ বার বার মন ছুঁয়ে যায় পর্যটকদের। এখানে নাম না জানা বহু হিমালয়ের পাখির দেখা মেলে। তাদের ডাকই নিমেষে মন ভাল করে দেবে আপনার। আবহাওয়া ভাল থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হোমস্টের জানলা থেকে ধরা পড়বে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এছাড়াও পেডংয়ে বসেই দেখা যায় দার্জিলিং, সিকিম, ভুটান এবং তিব্বতের কিছু অংশ। মধুচন্দ্রিমায় জীবনসঙ্গীকে নিয়ে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
advertisement
আরও পড়ুন : দেখতে যেন লবঙ্গ বা শিশুদের খেলার ঝুনঝুনি! এই ফুলেই কমবে ওজন ও ব্লাড সুগার
কীভাবে যাবেন, কোথায় থাকবেন:
শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনও উত্তরবঙ্গগামী ট্রেনে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারে পেডং। কিংবা কালিম্পং পৌঁছে সেখান থেকেও ঘুরে আসতে পারেন পেডং থেকে। পেডংয়ে থাকার জন্য বেশ কিছু হোমস্টে, গেস্ট হাউস ও রিসর্ট রয়েছে। এখানে থাকা-খাওয়া নিয়ে খরচ পড়বে মাথাপিছু ১,২০০ টাকা থেকে ১,৫০০ টাকা।