বালুরঘাট শহরের সীমানা বরাবর প্রাথমিক স্কুলটি অবস্থিত। ১৯৮৯ সালে এই স্কুলটিতে পঠন পাঠন শুরু হয়। কিন্তু তিন দশকেও পাকা ছাদ হল না, আজও মাথার উপর টিনের ছাউনি। স্কুল বিল্ডিংয়ের দেওয়ালের একেবারে জরাজীর্ণ দশা। একটি মাত্র ঘরেই সব শ্রেণির পঠন-পাঠন চলে। স্থানীয়দের দাবি, স্কুলের এই বেহাল পরিকাঠামোর কারণে পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে মাত্র ২৫ জন পড়ুয়া আছে। ২ জন শিক্ষিকা আছেন।
advertisement
আরও পড়ুন: নিউজ ১৮ লোকালের খবরের জের, 'ভূত বাংলোয়' পরিণত হওয়া স্বাস্থ্যকেন্দ্রের হাল ফিরতে চলেছে
অভিযোগ, দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুরের এই প্রাথমিক স্কুলটির সংস্কার করা হয়নি। জেলার অধিকাংশ স্কুলের ছাদ পাকা হলেও এখানে নজর দেয়নি প্রশাসন। তাই ঝড়-বৃষ্টির মরশুমে ক্লাস চালানো অসম্ভব হয়ে ওঠে। এই পরিস্থিতিতে স্কুলে অভিভাবক সন্তানদের পাঠিয়ে চিন্তায় থাকেন অভিভাবকরা। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, কিছু স্কুল খারাপ আছে। সেই রিপোর্ট আমার কাছে এসেছে। স্কুলগুলির কেন সংস্কার হচ্ছে না তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
সুস্মিতা গোস্বামী