TRENDING:

West Bengal News: কী নৃশংস! এই বিরল প্রাণীর সঙ্গে যা ঘটল ওদলাবাড়িতে, শুনলে চমকে উঠবেন

Last Updated:

West Bengal News: বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি দল ওদলাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের লামা হোটেল চত্বরে ওঁত পেতে ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: ফের বন্যপ্রাণীর উপর হামলা। এবার নিশানায় প্যাঙ্গোলিন। এই বন্যপ্রাণীকে মেরে খাওয়া হল মাংস! এরপর সেই প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ল দু’জন। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন দফতর। বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি দল ওদলাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের লামা হোটেল চত্বরে ওঁত পেতে ছিলেন।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

দু’জনকে দেখতে পেয়েই হাতেনাতে ধরে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। তল্লাশি চালাতেই ওই দু’জনের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া উদ্ধার হয়।

আরও পড়ুন: সৌরভের বাড়িতে কেন যাচ্ছেন অমিত শাহ? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা শুরু

বন দফতর সূত্রে জানা গিয়েছে, দুই পাচারকারীকে বেলাকোবা রেঞ্জ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের নাম পালডেন লেপচা (২৮) ও দিলীপ কুমার রাই (৫০)। দু’জনেরই বাড়ি কালিম্পংয়ে। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের চামড়াটি ৯০ সেন্টিমিটার লম্বা। জেরাতে ধৃতরা স্বীকার করেছে যে, কালিম্পংয়ের জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি শিকার করে তার মাংস খাওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুন: রণক্ষেত্র কাশীপুর, অতীন ঘোষের দাবিতে ফুঁসে উঠল বিজেপি! দ্বারস্থ হাই কোর্টের

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

এরপর প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়াটি শিলিগুড়ি হয়ে নেপালে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিল। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: কী নৃশংস! এই বিরল প্রাণীর সঙ্গে যা ঘটল ওদলাবাড়িতে, শুনলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল