দু’জনকে দেখতে পেয়েই হাতেনাতে ধরে তল্লাশি শুরু করেন বনকর্মীরা। তল্লাশি চালাতেই ওই দু’জনের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া উদ্ধার হয়।
আরও পড়ুন: সৌরভের বাড়িতে কেন যাচ্ছেন অমিত শাহ? দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা শুরু
বন দফতর সূত্রে জানা গিয়েছে, দুই পাচারকারীকে বেলাকোবা রেঞ্জ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের নাম পালডেন লেপচা (২৮) ও দিলীপ কুমার রাই (৫০)। দু’জনেরই বাড়ি কালিম্পংয়ে। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের চামড়াটি ৯০ সেন্টিমিটার লম্বা। জেরাতে ধৃতরা স্বীকার করেছে যে, কালিম্পংয়ের জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি শিকার করে তার মাংস খাওয়া হয়েছিল।
advertisement
আরও পড়ুন: রণক্ষেত্র কাশীপুর, অতীন ঘোষের দাবিতে ফুঁসে উঠল বিজেপি! দ্বারস্থ হাই কোর্টের
এরপর প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়াটি শিলিগুড়ি হয়ে নেপালে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিল। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত।