আরও পড়ুন: মাথায় টর্চের ঘা পড়তেই পালাল চিতাবাঘ, এই যাত্রায় প্রাণে বাঁচলেন শ্রমিক
এমন কাজের কারণ হিসেবে জানা গিয়েছে, পঞ্চায়েতের তহবিলে অর্থ নেই। তাই প্রধান নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে এসে রাস্তা মেরামত করেন। ঘটনাটি গাজোল-২ পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধান উর্মিলা রাজবংশী বলেন, তহবিলে পর্যাপ্ত টাকা নেই। এদিকে রাস্তা তৈরির জন্য প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু গ্রামের বাসিন্দারা খুব অসুবিধায় থাকছিল। তাই সকলকে নিয়ে আমরা নিজেরাই রাস্তা তৈরি করছি। মাটি কেটে মহিলারা সকলে মিলে রাস্তায় ফেলছে। গ্রামের বাসিন্দাদের সুবিধার জন্য এই কাজ করেছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বর্ষার মরশুমে প্রবল বৃষ্টিতে ফতেপুর গ্রামের রাস্তার একাংশ ভেঙে যায়।বর্ষা পেরিয়ে যাওয়ার পর চলাচল করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রাস্তার মাঝের এক অংশ ভেঙে থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। নিত্যদিন স্কুল পড়ুয়ারা সাইকেল নিয়ে যেতে সমস্যায় পড়ছে। পণ্য বোঝাই গাড়ি, গ্রামের কৃষকদের কৃষি জমির ফসল সমস্ত কিছু নিয়ে যেতেই চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই গ্রামের বাসিন্দারা এই রাস্তা মেরামতির জন্য পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল। কিন্তু পঞ্চায়েতের নিজস্ব তহবিলের অর্থ না থাকায় প্রাথমিকভাবে কাজ এগোয়নি। এরপরই পঞ্চায়েত প্রধান গ্রামবাসীদের নিয়ে নিজে কাজ করে রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেন।
হরষিত সিংহ