Alipurduar News: মাথায় টর্চের ঘা পড়তেই পালাল চিতাবাঘ, এই যাত্রায় প্রাণে বাঁচলেন শ্রমিক

Last Updated:

মঙ্গলবার সকালে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক সর্বন বরাইক চা বাগানের নয় নম্বর সেকশনের ঝোরার সামনে শৌচকর্ম করতে গেলে একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় সর্বন তাঁর হাতের টর্চ দিয়ে চিতাবাঘের মাথায় আঘাত করেন

লেপার্ড
লেপার্ড
আলিপুরদুয়ার: মুখে ও মাথায় আঘাত নিয়ে প্রাণ বাঁচানোর জন‍্য চিতাবাঘের সঙ্গে মরণপণ লড়াই লড়লেনা শ্রমিক। শেষ পর্যন্ত অবশ্য প্রাণে বেঁচে যান সর্বন বরাইক। হাতের ভারি টর্চ দিয়ে চিতাবাঘের মাথায় আঘাত করায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে। মঙ্গলবার সকালে আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিক সর্বন বরাইক চা বাগানের নয় নম্বর সেকশনের ঝোরার সামনে শৌচকর্ম করতে গেলে একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় সর্বন তাঁর হাতের টর্চ দিয়ে চিতাবাঘের মাথায় আঘাত করেন। পরবর্তীতে চিতাবাঘটি সর্বনের মাথায় কামড় বসায়। মুখেও আঘাত করে। তখন টর্চ দিয়ে বারবার চিতাবাঘটিকে আঘাত করতে থাকেন সর্বন। এভাবে কয়েক মিনিট সর্বন ও চিতাবাঘের মধ‍্যে খণ্ড যুদ্ধ চলে। অবশেষে চিতাবাঘটি এলাকা থেকে পালিয়ে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এরপরই স্থানীয়রা ও সর্বনের পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সর্বনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে ডুয়ার্সের একের পর এক চা বাগানে চিতা বাঘের আক্রমণের ঘটনায় শ্রমিকদের চিন্তা বেড়েছে। তাঁদের অভিযোগ, বন দফতর বিষয়টি নিয়ে তৎপর না হ‌ওয়ায় বিপদ বাড়ছে। যদিও এই বিষয়ে বন দফতরের নিমাতি রেঞ্জের অফিসার অর্ণব দাস জানান, গত দুই মাসে আটিয়াবাড়ি চা বাগান থেকে চারটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। বাগানের কয়েকটি জায়গায় নতুন খাঁচা বসানো হচ্ছে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: মাথায় টর্চের ঘা পড়তেই পালাল চিতাবাঘ, এই যাত্রায় প্রাণে বাঁচলেন শ্রমিক
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement