Bangladesh Date Molasses: বাংলাদেশের খাঁটি খেজুরের গুড় এপারে! কোথায় পাওয়া যাচ্ছে জানেন

Last Updated:

বাংলাদেশ থেকে আগত এক গুড় বিক্রেতা মহম্মদ কাদের জানান, ফরিদপুরের থেকে নিয়ে এসেছেন গুড়। এই গুড়ের মান অনেকটাই ভাল এবং স্বাদেও অপূর্ব। এছাড়া এই গুড়ের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম

+
title=

কোচবিহার: এই রাস মেলার জন্য প্রচুর মানুষ উৎসুক হয়ে থাকেন সারাবছর। প্রতিবছর দুর্গাপুজোর পর থেকেই অধীর আগ্রহে এই প্রতীক্ষা শুরু হয়ে যায়। রাজ আমলের নিয়মেই আজ‌ও কোচবিহারের রাস হয়ে আসছে। শুধুমাত্র জেলার মানুষেরাই নয়, কোচবিহার জেলার পাশাপশি বাইরের প্রচুর মানুষও ভিড় জমান এই রাস মেলায়। প্রতি বছর কোচবিহারের রাস মেলায় রকমারি খাবারের দোকানের সম্ভার এসে থাকে। সুদূর বাংলাদেশ থেকেও বহু ব্যবসায়ীরা আসেন তাঁদের ব্যবসার পসরা নিয়ে। খেজুরের গুড়ের দোকান তার মধ্যে অন্যতম। এই গুড়ের স্বাদ এবং গুণগত মান অনেকটাই ভাল অন্যান্য গুড়ের চাইতে। তাই বাংলাদেশের খেজুরের গুড়ের চাহিদা অনেকটাই বেশি।
বাংলাদেশ থেকে আগত এক গুড় বিক্রেতা মহম্মদ কাদের জানান, ফরিদপুরের থেকে নিয়ে এসেছেন গুড়। এই গুড়ের মান অনেকটাই ভাল এবং স্বাদেও অপূর্ব। এছাড়া এই গুড়ের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। দীর্ঘ ২০ বছর ধরে রসের মেলায় তিনি এই গুড়ের সম্ভার নিয়ে হাজির হচ্ছেন। মোট তিন রকমের গুড় নিয়ে এসেছেন। একটি পুরো তরল, একটি বাটির মধ্যে এবং আরেকটি কাগজে মোড়ানো মণ্ড।
advertisement
advertisement
বাংলাদেশ থেকে আগত আরেকজন গুড় বিক্রেতা দীন ইসলাম জানান, প্রথমে খেজুরর রস বাগান থেকে সংগ্রহ করেন। পরে সেটিকে ভাল করে জ্বাল দিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু গুড়। মোট তিন ধরনের গুড় তৈরি করা হয়। ২০০, ২৫০ ও ৩০০ টাকা কিলো দরে বিক্রি হয় এই গুড়।
আরও খবর পড়তে ফলো করুন:
advertisement
মেলায় গুড় কিনতে আসা জে.সি. মণ্ডল জানান, এমন সুস্বাদু খাঁটি গুড়ের টানেই তিনি প্রতিবছর রাসের মেলায় আসেন। সারা বছর আর কোথাও এমন গুড় পাওয়া যায় না বলে তিনি জানিয়েছেন।
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangladesh Date Molasses: বাংলাদেশের খাঁটি খেজুরের গুড় এপারে! কোথায় পাওয়া যাচ্ছে জানেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement