Purulia News: বেতন না পেয়ে কর্মবিরতি সাফাই কর্মীদের, শহর যেন আবর্জনার স্তূপ
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
দু'মাস ধরে বেতন বাকি পুরুলিয়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীদের। তার জেরেই গত শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেছে তাঁরা
পুরুলিয়া: সাফাই কর্মীদের কর্ম বিরতির জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে শহরবাসী। পুরুলিয়া পুরসভার সাফাই কর্মীদের কর্মবিরতি পাঁচদিন পার হয়ে গেল। গত পাঁচ দিন সেভাবে সাফাইয়ের কাজ না হওয়ায় শহরের যত্রতত্র পড়ে আছে নোংরাও আবর্জনা।
দু’মাস ধরে বেতন বাকি পুরুলিয়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীদের। তার জেরেই গত শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেছে তাঁরা। পুর কর্তৃপক্ষ এক মাসের বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও তাঁরা কোনও টাকা পাননি বলে অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ। এরপরই তাঁরা কর্মবিরতি শুরু করেন।
advertisement
advertisement
সাফাই কর্মীদের কর্ম বিরতির প্রথম দিকে পুরসভার পক্ষ থেকে বলা হয়েছিল, প্রয়োজনে এজেন্সিকে দিয়ে সাফাই করানো হবে। কিন্তু এখনও পর্যন্ত সেটাও হয়নি। তাই আবর্জনার দুর্গন্ধে ক্ষোভ ছড়াতে শুরু করেছে শহরে। পুরসভায় কর্মরত ১৭০০ জন অস্থায়ী কর্মীর মধ্যে সাফাই বিভাগের অস্থায়ী কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৯০০ জন সাফাই কর্মী।
এই বিষয়ে পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, খুব শীঘ্রই এক মাসের বেতন আমরা দিয়ে দেব। ওয়ার্ডে থাকা নোংরা স্থায়ী কর্মীরা পরিষ্কার করার কাজ শুরু করেছেন। যেখান যেখানে বড় অংশের আবর্জনা জমে আছে তা এজেন্সিকে দিয়ে সরানো হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ভরা শীতের মরশুমে এই শহরে পর্যটকে ঠাসা থাকে। তার মধ্যেই শহরের এমন নোংরা চেহারায় অস্বস্তিতে পড়েছে পুর কর্তৃপক্ষ। এই সমস্যা সমাধানে কাউন্সিলরদের নিয়ে ইতিমধ্য বৈঠকে বসেছিলেন পুরপ্রধান। কিন্তু কর্মবিরতির পাঁচ দিন পরেও সমস্যার সমাধান হয়নি। একাধিক জায়গায় এরকম আবর্জনা পড়ে থাকায় ক্ষুব্ধ শহরের মানুষ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 05, 2023 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বেতন না পেয়ে কর্মবিরতি সাফাই কর্মীদের, শহর যেন আবর্জনার স্তূপ








