East Medinipur News: ফুল কিনতে এসে এই বিক্রেতার কাণ্ডে থমকে দাঁড়াবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
কোলাঘাট ফুল মার্কেটের বিক্রেতা প্রদীপ ঘোষ গান গেয়ে ফুল বিক্রি করেন। তিনি নিজেই গান রচনা করেন এবং সেই গান ফুল বিক্রি করার সময় গেয়ে ক্রেতাদের মন ভরিয়ে দেন
পুর্ব মেদিনীপুর: অন্যান্য জিনিসপত্রের মতই বেড়েছে ফুলের দাম। ফলে দৈনন্দিন ফুল কেনার খরচ বেড়ে গিয়েছে আমজনতার। তবে এমন এক ফুল বিক্রেতার সন্ধান মিলেছে যার কাছে গেলে পয়সা উসুল হয়ে যাবে। কোলাঘাটের ফুল মার্কেটের বিক্রেতা প্রদীপ ঘোষের কাছে ফুল কিনতে গেলে আপনাকে থমকে দাঁড়াতেই হবে।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুল মার্কেটের বিক্রেতা প্রদীপ ঘোষ গান গেয়ে ফুল বিক্রি করেন। তিনি তা নিজেই গান রচনা করেন এবং সেই গান ফুল বিক্রি করার সময় গেয়ে ক্রেতাদের মন ভরিয়ে দেন। যে কারণে ফুল ক্রেতারা কোলাঘাট ফুল মার্কেটে গেলে অন্ততপক্ষে তাঁর কাছে একবার পৌঁছে যান গান শোনার তাগিদে। ৩০ বছর ধরে তিনি ফুলের ব্যবসা করে আসছেন। ক্রেতাদের চাহিদা মত তিনি বিভিন্ন ধরনের ফুল বিক্রি করে থাকেন। আর সেই সকল বিভিন্ন ধরনের ফুল নিয়েই গান রচনা করেন। ফুলের সঙ্গে সঙ্গে তার দামের প্রসঙ্গও গানের সঙ্গে জুড়ে দিতে দেখা যায়। বাজারে ফুল কিনতে এসে গান শোনা এ যেন বাড়তি পাওনা ক্রেতাদের কাছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
প্রদীপবাবু কেবলমাত্র নিজের রচনা করা গান গেয়ে থাকেন এমন নয়। পুরানো দিনের বিভিন্ন গানও তাঁর কন্ঠ থেকে শোনা যায়। বর্তমানে কোলাঘাট ফুল মার্কেটের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন এই ফুল বিক্রেতা।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 6:47 PM IST