Nadia News: ভাঙা রাসের দুঃখ ভুলতে শান্তিপুরে হয়ে গেল সাংস্কৃতিক আখড়া
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
শান্তিপুরের রাই কিশোরী নামক একটি প্রতিষ্ঠান থেকে ভাঙা রাসের আখড়া এই প্রথম আয়োজন করা হল
শান্তিপুর: ধর্মীয় ভাবাবেগে মনের অন্তর্নিহিত রসকে আস্বাদন করা যায় যে উৎসবের মধ্যে দিয়ে তাকেই বলা হয় রাস উৎসব। বৈষ্ণবদের অন্যতম প্রধান এই উৎসব। ভক্তের সঙ্গে ভগবানের মিলনকেই তাঁরা বলেন রাস উৎসব। নদিয়ার শান্তিপুর রাস উৎসবের জন্য বিখ্যাত। এখানকার ভাঙা রাস দেখতে উপস্থিত হন দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত। বেশ কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে শান্তিপুরের ভাঙা রাস। কিন্তু দীর্ঘদিন উৎসবের আবহে থাকা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক ছন্দে ফিরতে কিছুটা সময় লাগে। পাশাপাশি রাস শেষ হওয়ার দুঃখ’ও থাকে। আর তা ঘোচাতেই দীনদয়ালবাবুর ঠাকুর বাড়ির প্রাঙ্গণে গান গল্প কবিতা ছবি আঁকায় উদযাপন করা হল ভাঙা রাসের আখড়া।
শান্তিপুরের রাই কিশোরী নামক একটি প্রতিষ্ঠান থেকে ভাঙা রাসের আখড়া এই প্রথম আয়োজন করা হল। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তুহিন চক্রবর্তী জানান, ভাঙা রাসের প্রবল দুঃখ। সেই দুঃখ লাঘবেরই পথ এই আখড়া।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
advertisement
বাউল ফকির সমাজ যেই যেই স্থানে রয়েছে সেই স্থানগুলিতে আখড়ার আয়োজন করা হয়। তবে শান্তিপুরের বুকে এই প্রথম এর আয়োজন হল। শান্তিপুরের বিভিন্ন স্তরের সমস্ত গুণী মানুষেরা উপস্থিত ছিলেন এই আখড়াতে। তাঁরা প্রত্যেকে যে যার শিল্পকলা তুলে ধরেন।
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 5:27 PM IST