ওকড়াবাড়ি এলাকার বিজেপির মণ্ডল সভাপতি জিন্নারুল হক জানান, “দীর্ঘ সময় ধরে ওকড়াবাড়ি এলাকায় গোষ্ঠী কোন্দল ও দুর্নীতিতে জেরবার হয়ে রয়েছে তৃণমূলকংগ্রেস। তাই এই ঘটনার প্রতিক্রিয়াতেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় তিন শতাধিক পরিবার। দীর্ঘ সময় ধরে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এই পরিবারগুলিকে। তাই তাঁরা নিরাপদ আশ্রয়ের খোঁজে কোচবিহারের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।”
advertisement
আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বিরাট মোড়! CBI-এর জালে ৩! নিয়ে যাওয়া হল অজ্ঞাত স্থানে
তবে এই যোগদানের বিষয় নিয়ে দলত্যাগ করা তৃণমূল কর্মী আইনুল হক জানান, “ওকড়াবাড়ি এলাকায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল কর্মীদের স্থান রয়েছে। স্বচ্ছ ভাব মূর্তি নিয়ে ওই এলাকায় তৃণমূল করা সম্ভব নয়। একটা সময় ওকড়াবাড়ি এলাকায় তাঁর হাত দিয়েই দলের সূচনা হয়েছিল। তবে বর্তমান সময়ে তিনি ব্রাত্য। তাই ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তিতে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।”
আরও পড়ুন: পঞ্চায়েতের আগেই খেল দেখাচ্ছে সিপিআইএম! দাসপুরে যা ঘটল, অস্বীকার করছে তৃণমূল
তবে ভোটের মুখেই ওকড়াবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের এই ভাঙন তৃণমূল কংগ্রেসের চাপের কারণ হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এছাড়াও এই দলত্যাগ ওকড়াবাড়ি এলাকায় ঘটে যাওয়া গুলিকাণ্ডের প্রতিফলন বলেও মনে করছেন অনেকে। তবে এটা নিশ্চিত ভাবে বলা সম্ভব এবারের দিনহাটা পঞ্চায়েত নির্বাচন বেশ অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
——- Sarthak Pandit