Lottery: লটারির টিকিট বদলে দেয় জীবন! সেই লটারিতে এমন ঘটনা! আপনিও সাবধান না হলে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Lottery Ticket : মাঝে মাঝে ভাগ্য বদলাতে লটারির টিকিট কাটেন? সাবধান হোন এক্ষুনি। তা না হলে খোয়া যেতে পারে আপনার টাকা। তখন টাকা পাওয়া দূরের কথা, খোয়া টাকার জন্য এই হুতাশ করতে হবে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: মাঝে মাঝে ভাগ্য বদলাতে লটারির টিকিট কাটেন? সাবধান হোন এক্ষুনি। তা না হলে খোয়া যেতে পারে আপনার টাকা। তখন টাকা পাওয়া দূরের কথা, খোয়া টাকার জন্য এই হুতাশ করতে হবে।
ভাবছেন কেন? অবৈধ লটারির ব্যবসা রমরমা ময়নাগুড়িতে। তা নিয়ে অভিযোগ দায়ের ময়নাগুড়ি থানায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়। লটারি কাটতে গিয়ে তাই এবার একটু সতর্ক থাকুন। সম্প্রতি ময়নাগুড়ি এলাকায় বেড়ে উঠছে অবৈধ ও ভুয়ো লটারি ব্যবসার অভিযোগ।
একাধিক অসাধু লটারি বিক্রেতা বেশি লাভের আশায় জাল লটারি টিকিট বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এসব টিকিটের নাম্বার কোনও অনুমোদিত লটারি কোম্পানির ডাটাবেসে নথিভুক্ত নয়। ফলে যেসব ক্রেতার টিকিটে পুরস্কার লেগেও যায়, তাঁরা পরে পুরস্কার পান না। এতে সাধারণ মানুষের ক্ষতির পাশাপাশি বৈধ লটারি ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।
advertisement
advertisement
এই ঘটনায় আজ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার কিছু বৈধ লটারি বিক্রেতা। তাঁদের অভিযোগ, লক্ষ্মীরহাট, রাখালেরহাট-সহ আশপাশের এলাকায় কিছু অসাধু বিক্রেতা অনুমোদনবিহীন লটারি বিক্রি করছে, যেগুলোর সঙ্গে কোনও “ডিয়ার” বা সরকারি অনুমোদিত কোম্পানির সম্পর্ক নেই।
আরও পড়ুন- মাঠে ঢুকে কোহলিকে প্রণাম! ইডেনে ঢুকে পড়া আর কি সম্ভব? দিল্লি বিস্ফোরণের পর যা হচ্ছে…
বৈধ এজেন্সিগুলির দাবি, তারা নিয়মিত সরকারের কাছে ৪০ শতাংশ জিএসটি প্রদান করে ব্যবসা পরিচালনা করেন। অথচ এই অবৈধ ব্যবসায়ীরা কর ফাঁকি দিয়ে বেআইনি লটারি বিক্রি করছে এবং বিজয়ীরা প্রতারিত হচ্ছেন। পুলিশের কাছে তাঁরা দ্রুত তদন্ত শুরু করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 12, 2025 7:18 PM IST








