Darjeeling Toy Train: দার্জিলিং ভ্রমণে এবারে আরও এক্সাইটিং...! প্রতিদিন ১২টি টয়ট্রেন জয়রাইড! জানুন নয়া সময়সূচি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling Toy Train: মেঘে মোড়া পাহাড়, চা-বাগানের সবুজ গালিচা, আর রেললাইনের উপর দিয়ে ধীরে চলা “ঝিক-ঝিক” ট্রেন—দার্জিলিং আবারও তার পুরনো ছন্দে ফিরেছে। এখন থেকে প্রতিদিন চালু থাকছে ১২টি টয়ট্রেন জয়রাইড, পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দিগন্ত খুলে দিয়েছে।
advertisement
1/9

*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: মেঘে মোড়া পাহাড়, চা-বাগানের সবুজ গালিচা, আর রেললাইনের উপর দিয়ে ধীরে চলা “ঝিক-ঝিক” ট্রেন—দার্জিলিং আবারও তার পুরনো ছন্দে ফিরেছে। এখন থেকে প্রতিদিন চালু থাকছে ১২টি টয়ট্রেন জয়রাইড, পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দিগন্ত খুলে দিয়েছে।
advertisement
2/9
*দার্জিলিংয়ের জয়রাইড মানেই যেন এক টুকরো মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া। পাহাড়ি পথে ট্রেনের ধীর ছন্দে এগিয়ে চলা, দুই পাশে চা-বাগানের সবুজ ঢাল, মাঝে মাঝে মুখে এসে ছোঁয় ঠান্ডা মেঘের ছোঁয়া—সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য অনুভব। পথের বাঁকে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা, বাতাসে ভেসে আসে পাইন গাছের গন্ধ, পাহাড়ি রোদ-ছায়ার খেলা মনকে করে তোলে প্রশান্ত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/9
*টয়ট্রেন জয়রাইড মূলত দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চলাচল করে। পথে রয়েছে বাতাসিয়া লুপ এবং ঘুম স্টেশন, যা ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ। ঘুম স্টেশনের কাছে রয়েছে ঘুম মনেস্ট্রি ও ঘুম মিউজিয়াম, যেখানে পাহাড়ি ঐতিহ্য ও ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। পুরো যাত্রা প্রায় ৫০-৬০ মিনিট স্থায়ী হয়।
advertisement
4/9
*ডিজেল-চালিত জয়রাইড: সকাল 9:20 am — Train No. 02547 সকাল 9:35 am — Train No. 52591 সকাল 11:25 am — Train No. 02548 সকাল 11:40 am — Train No. 52597 দুপুর 1:25 pm — Train No. 02549 দুপুর 1:40 pm — Train No. 52599 বিকেল 3:30 pm — Train No. 02550 বিকেল 3:45 pm — Train No. 52590।
advertisement
5/9
*বাষ্পচালিত জয়রাইড: সকাল 9:25 am — Train No. 52594 সকাল 11:30 am — Train No. 52596 দুপুর 1:30 pm — Train No. 52598 বিকেল 3:35 pm — Train No. 52544।
advertisement
6/9
*বাষ্পচালিত জয়রাইডের ভাড়া 1500 টাকা, আর ডিজেলচালিত জয়রাইডের ভাড়া 1000 টাকা নির্ধারিত হয়েছে। টিকিট কাটা যাবে অনলাইনে IRCTC ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন থেকে, অথবা অফলাইনে দার্জিলিং স্টেশন-সহ যে কোনও স্টেশন কাউন্টার থেকেও।
advertisement
7/9
*যাত্রা শুরু হয় দার্জিলিং স্টেশন থেকে। এরপর ট্রেন পৌঁছে যায় মনোরম বাতাসিয়া লুপে, সেখান থেকে যায় ঘুম স্টেশনে, যেখানে দর্শনার্থীরা দেখতে পান ঘুম মনেস্ট্রি ও ঘুম মিউজিয়াম। সেখান থেকে আবার ফেরত আসে দার্জিলিং স্টেশনে।
advertisement
8/9
*এই যাত্রায় চারপাশের পাহাড়, চা-বাগান, মেঘের পর্দা আর ঐতিহাসিক ট্রেনের ছন্দ মিলে এক স্বপ্নময় অভিজ্ঞতা এনে দেয় পর্যটকদের। দার্জিলিংয়ের টয়ট্রেন কেবল একটি ভ্রমণ নয়—এটি প্রকৃতির সঙ্গে এক নীরব আলাপ, যেখানে প্রতিটি মুহূর্তে মিশে থাকে nostalgia আর শান্তির ছোঁয়া।
advertisement
9/9
*স্থানীয় পর্যটন দফতরের আশা, এই নতুন ১২টি টয় ট্রেন সার্ভিস পাহাড়ের পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করবে এবং দার্জিলিংয়ের অর্থনীতিতে নতুন গতি আনবে।