Elephant Death: গর্ভবতী হাতির রহস্যমৃত্যু! বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতর থেকে উদ্ধার নিথর দেহ, শুরু হয়েছে তদন্ত
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Elephant Death: নিয়মিত টহলদারির সময় সেনা কর্মীদের চোখে পড়ে ওই হৃদয়বিদারক দৃশ্য। মুহূর্তে বন দফতরে খবর পৌঁছে যায়। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার আধিকারিক ও পশু চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ সন্তানসম্ভবা হাতির মৃত্যু। পড়ে রয়েছে নিথর দেহ! এদিন জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি সেনা ছাউনির ভিতর মিলল এক গর্ভবতী হাতির মৃতদেহ। ইতিমধ্যেই হাতির রহস্যমৃত্যুতে তদন্ত শুরু হয়েছে।
নিয়মিত টহলদারির সময় সেনা কর্মীদের চোখে পড়ে ওই হৃদয়বিদারক দৃশ্য। মুহূর্তে বন দফতরে খবর পৌঁছে যায়। খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার আধিকারিক ও পশু চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে হাতিটির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বনকর্তাদের অনুমান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।
আরও পড়ুনঃ মশলাতেও ভেজাল! গ্রামের মহিলাদের আসল-নকল তফাৎ শেখাচ্ছে যুবরা, বিশেষ প্রকল্পে উপকৃত হচ্ছেন অনেকে
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে বিন্নাগুড়ি ও সংলগ্ন এলাকায় হাতির দল প্রায়শয়ই ঘুরে বেড়াচ্ছিল। কেউ কেউ অনুমান করছেন, হয়তো সেনা ছাউনির ভিতরে ঢোকার সময় কোনওভাবে আহত হয়েছিল হাতিটি অথবা বিদ্যুৎস্পৃষ্ট হওয়াও মৃত্যুর কারণ হতে পারে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এই গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে, তা জানতে পশু চিকিৎসকের দল কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। উত্তরবঙ্গের বনাঞ্চলে সাম্প্রতিক সময়ে হাতির মৃত্যু বেড়ে যাওয়ায় পরিবেশকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিন্নাগুড়ির এই ঘটনা সেই চিন্তাকে আরও গভীর করেছে। স্থানীয়রা বন দফতরের কাছে আবেদন জানিয়েছেন, এলাকায় হাতির চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
November 12, 2025 6:03 PM IST

