আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগান এলাকার পানা লাল খাড়িয়া পেশায় একজন বাগানের শ্রমিক। ভোর বেলায় পাঁচটার সময় উঠেই বাচ্চাদের নিয়ে শুরু করে দেন ফুটবলের প্রশিক্ষণ। পাশাপাশি সাড়ে সাতটার সময় বাগানে চলে যান কাজ করতে। আবার বাগান থেকে ফিরেই বিকেল চারটা থেকে বাচ্চাদের আবারও প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তিনি।
advertisement
এভাবেই বছরের পর বছর ধরেই বাচ্চাদের ফুটবলের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে পানা লাল খাড়িয়া। ছেলে, মেয়ে নির্বিশেষে তিনি এই প্রশিক্ষণ দেন। নিজে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল পানা লালা খড়িয়ার। কিন্তু সংসারে অভাব-অনটনের জন্য ফুটবল নিয়ে বেশি এগোনো হয়নি। তাই নিজের অধরা স্বপ্ন অন্যদের মাধ্যমে পূরণ করার ও অন্যদের স্বপ্নের কারিগর হয়ে ওঠার নিরলস চেষ্টা চালাচ্ছেন।
আরও পড়ুন: Rohit Sharma: এক সেঞ্চুরিতে ৫ ‘বিশ্বরেকর্ড’ রোহিতের! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হিটম্যানের ‘সিংহ গর্জন’
বাচ্চাদের প্রশিক্ষণ দিতে তার ভাল লাগে। তিনি চান চা বলয়ের নতুন প্রজন্ম যাতে ফুটবলে দক্ষতা অর্জন করতে পারে এবং বড় হয়ে ভাল খেলোয়াড় হতে পারে। সুযোগ যেন আসে এই নতুন প্রজন্মের কাছে, তার স্বপ্ন সেটাই। ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি যোগব্যায়ামও সেখান তিনি।
Annanya Dey





