আরও পড়ুন: শুধু পাহাড় নয়, এখন সমতলেও অর্কিডের চাষ
পাখি হালদারের কাজের মান অন্য সকলকে হার মানিয়েছে। রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়ে এবার জাতীয় স্তরের লড়াইয়ে নামবে মালদহের সাহাপুরের এই তরুণী। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাখি একটি শাড়ির ওপর সূচ দিয়ে কাঁথা স্টিচের কাজ করছেন। তাঁর আশা, জাতীয় স্তরেও তাঁর কাজ সকলের সমাদর পাবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুরাতন মালদহের সাহাপুর পাবনা পাড়ার বাসিন্দা পাখি হালদার ৷ বাবা নারায়ণ হালদার মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে৷ এই মুহূর্তে বৃদ্ধা মা আর ছোট ভাই দীপঙ্করকে নিয়ে সংসার বছর পঁয়ত্রিশের পাখির৷ অভাবের সংসার৷ বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে শহরের একটি বিউটি পার্লারে কাজ শুরু করেন৷ কাজের পাশাপাশি বিউটিশিয়ানের ট্রেনিং নেওয়ার সময় সূচিশিল্প শেখার আগ্রহ জন্মায় পাখির মধ্যে ৷ শুরু হয় প্রশিক্ষণ৷ একসময় জেলা শিল্পকেন্দ্রে তাঁর নাম নথিভুক্ত হয়৷ গত ৮ নভেম্বর রাজ্য সরকারের উদ্যোগে মালদহ জেলা শিল্পকেন্দ্রে হস্তশিল্পের প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ সেখানে পাখির সূচে সেজে ওঠা ওড়না প্রথম স্থান অধিকার করে৷ এরপর গত ২১ নভেম্বর কলকাতার ইকো পার্কে অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। সেখানেও তাঁর তৈরি ওড়না প্রথম স্থান অধিকার করে৷ এবার তিনি জাতীয় স্তরে সুযোগ পেয়েছেন। দিল্লিতে প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে শুরু হয়েছে আগামী প্রতিযোগিতায় নামার কাজ।
হরষিত সিংহ