Jalpaiguri News: শুধু পাহাড় নয়, এখন সমতলেও অর্কিডের চাষ

Last Updated:

মোহিতনগরে শুরু হয়েছে দু'দিন ব্যাপী বেঙ্গল অর্কিড ফেস্টিভ্যাল। এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়

+
title=

জলপাইগুড়ি: শুধু পাহাড়ি জায়গায় নয়, এখন সমতলেও হচ্ছে অর্কিডের চাষ। এই বিষয়ে পথ দেখাচ্ছে উদ্যান পালন দফতরের জলপাইগুড়ির মোহিতনগর ফার্ম। এই ফার্মে এখন প্রায় ৮৪ প্রজাতির অর্কিড আছে। একদিকে সৌন্দর্যায়ন বাড়াতে অর্কিডের চাষ হচ্ছে, আর অন্যদিকে সাধারণ মানুষেরাও যাতে অর্কিড চারা বুনতে পারে তার জন্যে তৈরি হচ্ছে চারা। লক্ষ্য অর্কিড চাষের প্রসার ঘটানো।
জলপাইগুড়ির মোহিতনগরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী বেঙ্গল অর্কিড ফেস্টিভ্যাল। এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন দফতরের বিশেষ সচিব ড: সুব্রত গুপ্ত সহ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। দুদিন ব্যাপী অর্কিড উৎসবের সূচনা করে মন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উন্নত মানের অর্কিড চারা তৈরি করে উত্তরবঙ্গের কৃষকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে উত্তর-পূর্ব ভারতের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও এর প্রসার ঘটানো যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সংশ্লিষ্ঠ দফতরের বিশেষ সচিব ড: সুব্রত গুপ্ত জানান, অর্কিডের প্রসার ঘটাতে কৃষকদের পলি হাউস তৈরির ব্যপারে ৫০ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তার সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে অর্কিড চাষ করতে হবে সেই বিষয়টিও শেখানো হচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে মোহিতনগর ফার্ম সেজে ওঠে রকমারি প্রজাতির অর্কিডে। ক্যাটলেয়া, ডেন্দ্রবিয়াম, ভান্ডা অর্কিড সহ ৮৪ প্রজাতির অর্কিড প্রদর্শিত হয়। রাজ্যের মধ্যে প্রথম অর্কিড মেলা ও উৎসব এটিই। অর্কিড প্রদর্শনী ছাড়াও সাধারন মানুষের জন্য স্বল্পমূল্যে অর্কিড চারা কেনার সুযোগ করে দিয়েছে উদ্যান পালন দফতর। এই অর্কিড ফেস্টিভ্যাল দেখতে দূরদূরান্তের মানুষ ভিড় করছেন। অর্কিড চাষের মাধ্যমে অনেকের কর্মসংস্থান হবে বলে প্রশাসনের আশা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: শুধু পাহাড় নয়, এখন সমতলেও অর্কিডের চাষ
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement