এবছরও কাশ্মীর থেকে মহিলাদের নানা ধরনের ব্লেজার নিয়ে এসেছেন তাঁরা। নভেম্বর মাসের শুরুতেই এই দোকান নিয়ে বসেছেন তাঁরা। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এই অস্থায়ী দোকান। এখন শীতের ব্লেজার কিনতে ভিড় উপচে পড়ছে এই দোকানে।
আরও পড়ুন: সুখবর দিলেন সারা তেন্ডুলকার! সচিন-কন্যার জীবনে নতুন পূর্ণতা, খুশির হাওয়া ক্রিকেটারের পরিবারে
advertisement
সোহেল জানান, “প্রতিবছরই আমরা শীতের সময় শিলিগুড়িতে শীতের নানা পোশাকের সম্ভার নিয়ে আসি। এ বছরও কাশ্মীর থেকে মেয়েদের বিভিন্ন উলেন ব্লেজার আমরা অত্যন্ত সস্তায় এখানে বিক্রি করছি। আমাদের আরও দু’টি স্টল রয়েছে। শিলিগুড়ির মিনি মার্কেটে এবং বিধান মার্কেটের গণপতি হোটেলের কাছে। সেখানেও মাত্র ৫০০ টাকাতেই দু’টো ব্লেজার আমরা দিচ্ছি।”
ব্লেজার কিনতে এসে নির্মলা জানান, “আমি আজ প্রথম এই দোকানে এসেছি। আমি একটা দু’টো একেবারেই ভিন্ন ধরনের ব্লেজার নিলাম। এত কম টাকায় এত ভাল জিনিস পেয়ে যাব, ভাবতে পারিনি।”
শীত এখনও ভাল ভাবে জেঁকে বসেনি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতের পোশাকের বিকিকিনি। শিলিগুড়ির বাজার জুড়ে শীতের নানা ধরনের পোশাক নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিধান মার্কেট থেকে শুরু করে হিল কার্ট রোড মিনি মার্কেট, হকার্স কর্নার ও শেঠ শ্রীলাল মার্কেট পর্যন্ত ফুটপাতে দেদার বিক্রি হচ্ছে হালকা শীতের পোশাক। বেশ কমেই কিনতে পারবেন শীতের বিভিন্ন অনুষঙ্গ। তবে শিলিগুড়ির এয়ারভিউ মোরে লাইফস্টাইল হোটেলের কক্ষে সোহেলদের এই দোকান দৃষ্টি আকর্ষণ করছে শহরের সকল নাগরিকদের।
অনির্বাণ রায়