TRENDING:

Woolen Blazer: নামমাত্র টাকাতে মহিলাদের কাশ্মীরি উলের ব্লেজার! তাও আবার দু’টো, কোথায় পাবেন জানুন

Last Updated:

Woolen Blazer: এবছরও কাশ্মীর থেকে মহিলাদের নানা ধরনের ব্লেজার নিয়ে এসেছেন তাঁরা। নভেম্বর মাসের শুরুতেই এই দোকান নিয়ে বসেছেন সকলে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে তাদের অস্থায়ী দোকান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: মাত্র ৫০০ টাকায় মহিলাদের কাশ্মীরি উলের ব্লেজার! তাও আবার একটা নয়, এক জোড়া ব্লেজার পাবেন সামান্য এই টাকাতেই। উত্তর প্রদেশের বাসিন্দা মো: সহিদুল এই দোকান খুলেছেন শিলিগুড়ির লাইফস্টাইল হোটেলে। প্রতি বছরই শীতের সময় শীত বস্ত্র নিয়ে শিলিগুড়িতে হাজির হন তাঁরা।
advertisement

এবছরও কাশ্মীর থেকে মহিলাদের নানা ধরনের ব্লেজার নিয়ে এসেছেন তাঁরা। নভেম্বর মাসের শুরুতেই এই দোকান নিয়ে বসেছেন তাঁরা। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এই অস্থায়ী দোকান। এখন শীতের ব্লেজার কিনতে ভিড় উপচে পড়ছে এই দোকানে।

আরও পড়ুন: সুখবর দিলেন সারা তেন্ডুলকার! সচিন-কন্যার জীবনে নতুন পূর্ণতা, খুশির হাওয়া ক্রিকেটারের পরিবারে

advertisement

সোহেল জানান, “প্রতিবছরই আমরা শীতের সময় শিলিগুড়িতে শীতের নানা পোশাকের সম্ভার নিয়ে আসি। এ বছরও কাশ্মীর থেকে মেয়েদের বিভিন্ন উলেন ব্লেজার আমরা অত্যন্ত সস্তায় এখানে বিক্রি করছি। আমাদের আরও দু’টি স্টল রয়েছে। শিলিগুড়ির মিনি মার্কেটে এবং বিধান মার্কেটের গণপতি হোটেলের কাছে। সেখানেও মাত্র ৫০০ টাকাতেই দু’টো ব্লেজার আমরা দিচ্ছি।”

View More

ব্লেজার কিনতে এসে নির্মলা জানান, “আমি আজ প্রথম এই দোকানে এসেছি। আমি একটা দু’টো একেবারেই ভিন্ন ধরনের ব্লেজার নিলাম। এত কম টাকায় এত ভাল জিনিস পেয়ে যাব, ভাবতে পারিনি।”

advertisement

শীত এখনও ভাল ভাবে জেঁকে বসেনি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতের পোশাকের বিকিকিনি। শিলিগুড়ির বাজার জুড়ে শীতের নানা ধরনের পোশাক নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিধান মার্কেট থেকে শুরু করে হিল কার্ট রোড মিনি মার্কেট, হকার্স কর্নার ও শেঠ শ্রীলাল মার্কেট পর্যন্ত ফুটপাতে দেদার বিক্রি হচ্ছে হালকা শীতের পোশাক। বেশ কমেই কিনতে পারবেন শীতের বিভিন্ন অনুষঙ্গ। তবে শিলিগুড়ির এয়ারভিউ মোরে লাইফস্টাইল হোটেলের কক্ষে সোহেলদের এই দোকান দৃষ্টি আকর্ষণ করছে শহরের সকল নাগরিকদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Woolen Blazer: নামমাত্র টাকাতে মহিলাদের কাশ্মীরি উলের ব্লেজার! তাও আবার দু’টো, কোথায় পাবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল