আরও পড়ুন: পৌষ পার্বণে আজও সুন্দরবনের ভরসা ঢেঁকিতে গুঁড়নো চাল
এই প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীতে থাকবেন জনপ্রিয় ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার রথিকা রামাস্বামী। বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা নিয়ে আয়োজিত বিশেষ এই প্রতিযোগিতাটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল প্রবল। মা হাতির সঙ্গে তাঁর বাচ্চার খেলা, পাখির ঠোঁটে মাছ, পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা নদী সহ নজরকাড়া নানা ছবিগুলি সকলের মন কেড়েছে।
advertisement
প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতা ও পুরস্কারেও ছিল চমক। প্রথম স্থানাধিকারীকে জন্য বরাদ্দ ছিল ৫০ হাজার টাকা। নিকনের টক শোর-ও ব্যবস্থা ছিল। এছাড়া রথিকা রামাস্বামীর সঙ্গে দেখা করে নানা কলাকৌশল সম্পর্কে জানার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ যাতে বনের সৌন্দর্য ও ভবিষ্যতে বনের প্রাণীদের রক্ষার জন্য এগিয়ে আসেন সেই চেষ্টাতেই এমন উদ্যোগ। সংগঠনের সহ সভাপতি ডঃ কৌস্তভ ভৌমিক বলেন, ‘চিত্রগ্রাহকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা গড়ে তুলতে আমরা বিশেষ এই প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করছি।’
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সংগঠনের একজন সাধারণ সদস্য জানান, মানুষ যেন বন্যপ্রাণ এবং জঙ্গল সম্পর্কে আরও সচেতন হন সেই উদ্দেশ্যেই এমন অভিনব আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এমন প্রদর্শনীর ফলে সাধারণ মানুষেরও বন্যপ্রাণ সম্পর্কে অনেক ধারণা বাড়বে বলে বিশ্বাস উদ্যোক্তাদের। এছাড়াও চিত্রগ্রাহকদের প্রতিভা ও তাঁদের কাজে উৎসাহ দানের জন্য বিশেষ এই পদক্ষেপ বলে জানান উদ্যোক্তারা।
অনির্বাণ রায়





